IPL Superstar Rinku Singh’s salary doubled in one go: চলছে IPL লিগ। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আইপিএল সুপারস্টারদের বেতন নিয়ে চলছে নানান আলোচনা। এই আবহে কেকেআর সাপোর্টারদের জন্য প্রকাশ্যে এলো এক দারুন সুখবর। বাড়লো কলকাতা নাইট রাইডার্স দলের সুপারস্টারের বেতন (IPL Superstar Salary)। কত হলো কেকেআর সুপারস্টার রিঙ্কু সিং-এর বেতন লাখ না কোটি?
ভারতীয় ক্রিকেট জগতের অন্যতম তারকা হলেন রিঙ্কু সিং। যিনি একজন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটার এবং ডান-হাতি অফ ব্রেক বোলার। যিনি উত্তরপ্রদেশের একজন ঘরোয়া ক্রিকেটার। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের যোদ্ধার দায়িত্ব পালন করেন। আজ থেকে নয়, এই সুপারস্টার কেকেআরের হয়ে লড়াই চালাচ্ছে দীর্ঘদিন ধরে।
যেমন তার নাম তেমনি তার চরিত্র। সর্বক্ষণ হাসিখুশিতে থাকেন রিঙ্কু সিং। শুধু নিজে হাসে তা না। সকল ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফোটাতে ওস্তাদ কেকেআর তারকা রিঙ্কু। আইপিএলের নাইট শিবির থেকেই জাতীয় দলে খেলার সুযোগ পায় রিঙ্কু সিং। তারপরেই ঊর্ধ্বমুখী হয় তার কেরিয়ার জগত। ভারতের হয়ে খেলেও তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেন। গত বছরে ভারতের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ বলে ৫ ছক্কা মেরে আইপিএলে নজির গড়েছে রিঙ্কু সিং। তবে চলতি বছরে ভারতের হয়ে কেমন চমক দেখান তার অপেক্ষায় রয়েছে কেকেআর ভক্তমহল। তবে তার মধ্যেই প্রকাশ্যে এসেছে দারুণ খবর।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু ভক্তরা তার বেতন নিয়ে সরব হয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন, কেন বেতন বাড়ছে না কেকেআর সুপারস্টার রিঙ্কু সিংয়ের? এবার সেই চর্চাতেই শীলমোহর দিল BCCI। যা রিঙ্কু সিং এবং তার ভক্তদের জন্য দারুণ সুখবর। BCCI-এর দ্বারা ঘোষিত হয়েছে ৪ জন আইপিএল তারকাদের বেতন বৃদ্ধির (IPL Superstar Salary) কথা। যার মধ্যে শীর্ষে রয়েছে রিঙ্কু সিং।
বেতন বৃদ্ধির তালিকা
আরও পড়ুন ? MS Dhoni Sixes: ৬,৬,৬! বুড়ো হাড়ে আবারও ভেলকি দেখালেন ধোনি
রিঙ্কু সিং – ৫৫ লক্ষ থেকে বেতন বেড়ে হয়েছে ১ কোটি (IPL Superstar Salary)।
জিতেশ শর্মা – ২০ লক্ষ থেকে বেতন বেড়ে হয়েছে ৫০ লক্ষ।
সাই সুদর্শন – ২০ লক্ষ থেকে বেতন বেড়ে হয়েছে ৫০ লক্ষ।
রজত পাতিদার – বেতন ছিল ২০ লক্ষ, চলতি বছরে বেতন বেড়ে হয়েছে ৫০ লক্ষ।
অপরদিকে আইপিএল ম্যাচের খবর রয়েছে, IPL-এর প্রথম ম্যাচেই ২ পয়েন্ট সংগ্রহ করেছেন আন্দ্রে রাসেলরা। ইডেনে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচ জিতেছেন। অন্যদিকে শুক্রবারে রাত্রিবেলা খেলা রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস KKR-এর। এবার এই ম্যাচে গৌতম গম্ভীরের দল ২ পয়েন্ট সংগ্রহ করতে পারে কিনা সেটাই দেখার।