মাসের শেষে কত টাকা বেতন পঞ্চায়েত সদস্যরা! এত মারামারি, লুকিয়ে রয়েছে কী মধু!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023)। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পরই দেখা যায় মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে অশান্তি। মনোনয়নপত্র জমা দেওয়ারকে কেন্দ্র করেই যদি এত অশান্তি দেখা যায় তাহলে ভোটের সময় কি হবে তা নিয়েই প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

Advertisements

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যেমন অশান্তি দেখা যাচ্ছে ঠিক সেইরকমই আবার যে সকল কর্মী সমর্থকরা মনোনয়ন পাচ্ছেন না তারা দলত্যাগ করে অন্য দলের নাম লেখাচ্ছেন। এখন প্রশ্ন হল, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য হওয়ার জন্য টিকিট নিয়ে কেন এত মারামারি? কি মধু লুকিয়ে রয়েছে? কত টাকা বেতন পান পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা পরিষদ সদস্যরা?

Advertisements

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তরীয় স্তরে মোট ৪৮৬৪৯ জন গ্রাম পঞ্চায়েত সদস্য, ৯২১৭ জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য ৮২৫ জন রয়েছেন। এই সকল নির্বাচিত সদস্যদের বেতন পরিকাঠামো ২০১৯ সালে বদল করা হয়। ২০১৯ সালে প্রত্যেকের বেতন বৃদ্ধি করা হয়েছে। তবে বেতন বৃদ্ধি করা হলেও তা একেবারেই নামমাত্র।

Advertisements

নতুন বেতন কাঠামো অনুযায়ী, জেলা পরিষদের সদস্যরা পান ৯০০০ টাকা। আগে ছিল ৬ হাজার ৬০০ টাকা। সহকারি সভাধিপতিদের বেতন ৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৮ হাজার টাকা৷ কর্মাধ‍্যক্ষদের বেতন ৪ হাজার থেকে বেড়ে হয়েছে ৭ হাজার টাকা৷ জেলা পরিষদের সাধারণ সদস্যদের বেতন ১৫০০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজার টাকা৷

পঞ্চায়েত সমিতির সভাপতিদের বেতন ৩৫০০ থেকে বেড়ে হয়েছে ৬০০০ টাকা৷ সহ সভাপতিদের বেতন ৩০০০ থেকে বেড়ে হয়েছে ৫৫০০ টাকা৷ কর্মাধ‍্যক্ষদের ২৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০০০ টাকা৷ সাধারণ সদস্যদের ভাতা ১৫০০ থেকে বেড়ে হয়েছে ৩০০০ টাকা৷ গ্রামসভার প্রধানদের ভাতা ৩০০০ থেকে বেড়ে হয়েছে ৫০০০ টাকা৷ উপপ্রধানদের ভাতা ২০০০ থেকে বেড়ে হয়েছে ৪০০০ টাকা৷ উপসমিতির সঞ্চালকদের ভাতা ১৮০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৮০০ টাকা৷ সাধারণ সদস্যদের ভাতা ১৫০০ থেকে বেড়ে হয়েছে ৩০০০ টাকা৷

Advertisements