Dhirubhai Ambani International School: লাখ লাখ টাকা বেতন! আম্বানিদের স্কুলে চাকরি পাওয়া মানেই ঘুরে যায় ভাগ্যের চাকা

Salary of a teacher in Dhirubhai Ambani International School: স্বামী যেমন কর্মমুখী বাড়ির বধূও সেই দিক থেকে কম যায় না। তিনিও একটি স্কুলের প্রতিষ্ঠাতা। যে স্কুলে কোনো সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে না। করে নামিদামি সেলিব্রিটিদের ছেলে-মেয়েরা। মাস গেলে ফিজও দিতে হয় মোটা টাকা। সেই অনুযায়ী স্কুলের টিচাররাও মাসিক বেতন পান লাখ লাখ টাকা। যে সে স্কুল নয়, এই স্কুল হল আম্বানিদের স্কুল। যে স্কুলটির প্রতিষ্ঠা হয় মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির হাতে। কত করে মাইনে পান ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের (Dhirubhai Ambani International School) শিক্ষক-শিক্ষিকারা?

বিশ্ব তথা দেশের অন্যতম নামজাদা পরিবার হল আম্বানি পরিবার। টাকার গদিতে শুয়ে থাকেন গোটা আম্বানি পরিবার। পরিবারের প্রধান ব্যক্তি মুকেশ আম্বানি যেমন রিলায়েন্স জিও কোম্পানি নিয়ে কাজ করেন তেমনি অপরদিকে তার স্ত্রী নীতা আম্বানিও বাড়িতে বসে থাকেন না। তিনিও একটি স্কুল চালান। যার নাম ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School)। যে স্কুলের টিচারদের বেতন লাখ লাখ টাকা। তবে যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়। কত করে মাইনে পান আম্বানি স্কুলের টিচাররা? স্টুডেন্ট ফিজই কত করে দিতে হয় এই স্কুলে? জানলে অবাক হবেন।

সূত্রের খবর, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে সাধারণ ঘরের ছেলে-মেয়েরা পড়াশোনা করার সুযোগ পায় না। কারণ সেই স্কুলের খরচ খরচা অনেকটাই ব্যয়বহুল। স্কুল বলা ভুল আম্বানিদের এই প্রতিষ্ঠান যেন একটি ফিল্ম সিটি। যে স্কুলে পড়াশোনা করেন বিভিন্ন সেলেবদের ছেলে-মেয়েরা ঐশ্বর্য-অভিষেকের মেয়ে আরাধ্যা থেকে শুরু করে করিনার দুই ছেলে, শাহিদ কাপুরের সন্তান, করণ জোহারের কন্যা, শাহরুখ খানের পুত্র আব্রাহাম সকলেই ওই স্কুলের ছাত্র-ছাত্রী।

আরও পড়ুন 👉 Isha Ambani House Sold: বিক্রি হয়ে গেল মুকেশ আম্বানির মেয়ে সাধের বাড়ি, দাম কত পেলেন জানেন!

যেমন নামজাদা স্কুল তেমন তার মাইনেও, যা মধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েদের সাধ্যের বাইরে। সূত্র বলছে, এই স্কুলের যেসব ছেলে-মেয়েরা পড়াশোনা করেন তাদের মাসিক ফিজ দিতে হয় দেড় লক্ষ টাকার কাছাকাছি। তবে সব ক্লাসের সমান নয়। ক্লাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ফিস নির্ধারিত হয়। অপরদিকে অভিজ্ঞতার উপর নির্ভর করে মোটা টাকা মাসিক বেতন পান শিক্ষক-শিক্ষিকারাও। সূত্র জানাচ্ছে মাস গেলে ২ থেকে ৭ লক্ষ টাকা বেতন পান এই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তবে এক্ষেত্রেও বেতন নির্ধারিত হয় অভিজ্ঞতার উপর নির্ভর করে।

ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে (Dhirubhai Ambani International School) পড়াতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগে নির্দিষ্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.ED ডিগ্রী সাথে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা। ফলস্বরূপ এই স্কুলে ফ্রেশারদের আবেদনের কোনো জায়গা নেই।