Salary of Teachers: সরকারের নির্দেশে বেতন বাড়ল রাজ্যের শিশু-মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকার, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Salary of Teachers: ডিএ নিয়ে রাজ্যের সরকারী কর্ম চারীদের মধ্যে রাজ্য সরকারের প্রতি প্রচুর ক্ষোভ জমে আছে। ট্রেনে, বাসে, হাটে ঘাটে কান পাতলেই শোনা যায় সেই ফিসফাস। এমনকি মাঝে মাঝে রাজপথেও উঠে আসে সেই ক্ষোভ। আসলে কেন্দ্রীয় সরকার যেখানে তার কর্মচারীদের অষ্টম পে কমিশন অনুযায়ী বেতন দিয়ে থাকে, সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার কর্মচারীদের বেতন দেয় ষষ্ঠ কমিশন অনুযায়ী। স্বভাবতই একই পদমর্যাদার একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারীর ও একজন রাজ্য সরকারের কর্মচারীর বেতনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।

Advertisements

তবে সেই ক্ষোভের ক্ষততে এবার বোধহয় খানিকটা মলম পড়তে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার কর্মচারীদের এক অংশের জন্য নতুন বছরের নিয়ে এলো বিশেষ উপহার। দরাজহস্ত হলো রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বেতন (Salary of Teachers) নিয়ে। নবান্ন তরফ থেকে জানানো হলো যে, বেতন বাড়ানো হয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের। তবে কোন শিক্ষক শিক্ষিকাদের ভাতা বেড়েছে? কত টাকা বেড়েছে? সেইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন আজকের প্রতিবেদনটি।

Advertisements

রাজ্য সরকার অবশেষে বাড়ালো রাজ্যের শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে), মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)’র শিক্ষক, শিক্ষিকাদের ভাতা (Salary of Teachers)। কত শতাংশ বেড়েছে জানেন কি তা? এই দুই কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের মোট ভাতার ৩ শতাংশ বেতন বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষক-শিক্ষিকারা বর্ধিত হারে বেতন পাবেন। স্কুল শিক্ষাদপ্তর এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খবর সামনে আসতেই খুশির ফোয়ারা বয়ে গিয়েছে উক্ত শিক্ষক-শিক্ষিকাদের মাঝে।

Advertisements

আরও পড়ুন:Toto RegistrationToto Registration: বন্ধ নয়, টোটো রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হাওড়া প্রশাসনের, নেপথ্যে কারণ কি

অনেকেই হয়তো জানেন না যে এসএসকে’র শিক্ষকদের সহায়ক ও শিক্ষিকাদের সহায়িকা বলা হয়। বর্তমানে সহায়ক ও সহায়িকারা পান ১১ হাজার ২৫৫টাকা। এই ভাতা বৃদ্ধি (Increase Salary) পেয়ে হচ্ছে ১১ হাজার ৫৯৩টাকা। মুখ্য সহায়ক, সহায়িকারা পেতেন ১১ হাজার ৬৩৮ টাকা। সেটাও বেড়ে হতে চলেছে ১১ হাজার ৯৮৭টাকা।

পাশাপাশি আবার এমএসকে’র শিক্ষকদের সম্প্রসারক ও শিক্ষিকাদের সম্প্রসারিকা বলা হয়ে থাকে। সম্প্রসারক ও সম্প্রসারিকারা বর্তমানে ১৪ হাজার ৬৩২ টাকা ভাতা পান। সেটাই বেড়ে হবে ১৫ হাজার ৭১ টাকা। মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকারা পান ১৫ হাজার ৭৫৮ টাকা। এঁদের ভাতা (Salary of Teachers) বৃদ্ধি পেয়ে হতে চলেছে ১৬ হাজার ২৩১ টাকা। স্বাভাবিকভাবেই এই খবরে খুশির হাওয়া শিক্ষক-শিক্ষিকা মহলে।

Advertisements