বিয়ে বাড়ির স্বাদ সরস্বতী পুজোতেই, কনের সাজে সরস্বতী

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : দীর্ঘ দু’বছর ধরে চলছে করোনাকাল। এই করোনাকালে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে জারি হয়েছে নানান বিধিনিষেধ। বিয়ের অনুষ্ঠানে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন ধরেই বিয়ে বাড়ির আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হয়েছেন অতিথিরা। অতিথিদের সেই বিয়ে বাড়ির স্বাদ দিতে অভিনব থিম বানিয়ে ফেললেন বীরভূমের এক পুজো কমিটি।

Advertisements

বিয়ে বাড়ির আদলে এবং কনের সাজে সরস্বতীর এমন থিম তৈরি করেছে বীরভূমের কোটাসুরের সোনালী সংঘ। তারা তাদের সরস্বতী পুজোয় এমন থিম বানানোর কারণ হিসাবে জানিয়েছেন, লকডাউন এবং বিধি-নিষেধ জারি থাকার কারণে বিয়ের অনুষ্ঠানের মত বিভিন্ন অনুষ্ঠানের স্বাদ এখন সাধারণ মানুষের কাছে দূর অস্ত হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তারা তাদের এই সরস্বতী পুজোয় দর্শনার্থীদের বিয়ে বাড়ির স্বাদ দিতে এমন থিমের আয়োজন করেছেন।

Advertisements

পুজো উদ্যোক্তারা এমন থিম বানানোর জন্য ব্যবহার করেছেন থার্মোকল, মাটির হাড়ি, বাঁশ, আয়না, অভ্র, রং ইত্যাদি নানান সামগ্রী। এই পূজা মণ্ডপ তৈরি করার জন্য উদ্যোক্তারা এই বছর এক লক্ষ টাকা খরচ করেছেন। পুজো মণ্ডপে পৌঁছে যাওয়ার পর আপনি টের পাবেন না কোথায় রয়েছেন!

Advertisements

এখানে মণ্ডপে দেবী সরস্বতী কনের সাজে রয়েছেন। দেবী সরস্বতী এখানে বসে রয়েছেন ড্রেসিং টেবিলের সামনে কনের সাজে। মণ্ডপের গেটে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির সানাইয়ের আওয়াজ মিলবে, ঠিক যেমনটা বিয়েবাড়িতে বাজতে লক্ষ্য করা যায়। এই সানাই বাজাতে লক্ষ্য করা যাবে মাটির তৈরি দুজনকে।

এখানেই শেষ নয়, এর পাশাপাশি বিয়ে বাড়িতে যেমন কফি স্টল, ফুচকা স্টল, আলোকসজ্জা ইত্যাদি থাকে, সবকিছুই এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। উদ্যোক্তাদের তরফ থেকে জানা গিয়েছে, ২৫ ফুট উচ্চতার টোপরের মধ্যে রাখা হয়েছে সরস্বতী প্রতিমাকে।

কোটাসুরের সোনালী সংঘের উপদেষ্টা পরেশ ভান্ডারী জানিয়েছেন, “গত দু’বছর ধরে সাধারণ মানুষ যেভাবে বিয়ে বাড়ির স্বাদ উপলব্ধি করতে পারছেন না, কৃত্রিম ভাবে তাদের সামনে এই স্বাদ তুলে ধরার জন্যই আমাদের এই থিমের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

Advertisements