নিজস্ব প্রতিবেদন : রবিবার কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে। হাড্ডাহাড্ডি সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়লাভ করে আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই জয়লাভের সঙ্গে সঙ্গে তারা খরা কাটিয়ে ৩৬ বছর পর নিজেদের দেশে কাপ নিয়ে এলো। আর্জেন্টিনার মতোই ২১ বছর পর খড়া কাটল ভারতের।
২১ বছর পর ভারতের এই খরা কেটেছে মিসেস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায়। বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতায় ফের একবার কামাল করতে দেখা গেল ভারতীয় সুন্দরীকে। ভারতীয় সময় অনুসারে রবিবার সকালে লাস ভেগাসে এই প্রতিযোগিতা আয়োজিত হয় এবং সেখানে ৬২ দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে থেকেই ভারতীয় প্রতিযোগী সেরার সেরা মুকুট ছিনিয়ে নেন।
বিশ্বের ৬২টি দেশের প্রতিযোগীদের মধ্য থেকে এইভাবে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন ভারতীয় প্রতিযোগী কাশ্মীরের সরগম কৌশল। তিনি সেরার মুকুট ছিনিয়ে নিয়ে ২১ বছর পর এই ধরনের প্রতিযোগিতায় ভারতের খরা কাটালেন। তার এই পদক জয়ের পর মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার তরফ থেকে লেখা হয়েছে, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমারা মুকুট ফিরে পেলাম’।
সরগম কৌশল হলেন জম্মু-কাশ্মীরের সুন্দরী এবং তিনি এই ভাবে সেরার মুকুট ছিনিয়ে নেওয়ার পর জানিয়েছেন, ‘২১ বছর পর কোনও ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সকলকে’। এই প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে সরগম কৌশলকে মঞ্চে দেখা গিয়েছিল গোলাপি রঙা থাই স্লিট গাউনে। এই পোশাক ডিজাইন করেছেন ভাবনা রাও।
সরগম কৌশল হলেন একজন ইংরাজি সাহিত্যে স্নাতোকত্তর। আগে তিনি ভাইজ্যাকে শিক্ষিকা হিসাবে নিযুক্ত ছিলেন। তার স্বামী ভারতীয় নৌ সেনায় একজন কর্মরত দেশ সেবক। এই প্রতিযোগিতা ছিল বিবাহিতা স্ত্রীদের নিয়ে বিশ্বসুন্দরীদের বেছে নেওয়ার প্রতিযোগিতা। ১৯৮৪ সালে প্রথম শুরু হয় এই প্রতিযোগিতা। প্রথমদিকে এই প্রতিযোগিতার নাম ছিল ‘মিসেস উওম্যান অফ দ্য ওয়ার্ল্ড’। এর আগে একবারই ভারতীয় কোন মহিলা এই প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরীর খেতাব পেয়েছিলেন। সেই খেতাব পাওয়া গিয়েছিল ২০০১ সালে, পেয়েছিলেন ডঃ অদিতি গোভিত্রিকা।