রাজনীতি ছেড়ে আইনজীবী! অনুব্রতর আদালতে হাজির শতাব্দি রায়

নিজস্ব প্রতিবেদন : বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল নেত্রী শতাব্দী রায় একাধারে জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে জনপ্রিয় রাজনীতিক। তাকে বিভিন্ন সময় মানুষ বিভিন্নভাবে দেখতে অভ্যস্ত। এসবের বাইরে এবার তাকে একেবারে আলাদা ভাবে দেখা গেল আসানসোল আদালতে। যেখানে তাকে একেবারে আইনজীবী হিসাবে দেখা যায়। কাকতালীয়ভাবে এই আদালতেই চলছে অনুব্রত মণ্ডলের গরু পাচার কান্ডের মামলা।

শতাব্দি রায়কে রবিবার আইনজীবী রূপে দেখা যায় আসানসোল আদালত চত্বরে। অনেকেই তার এই নতুন রূপ দেখে ভেবে উঠেছিলেন হয়তো তাকে অভিনয়, রাজনীতি ছেড়ে এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। আবার অনেকের মধ্যেই কৌতুহল তৈরি হয় তাহলে কি অনুব্রত মণ্ডলের মামলা লড়তে হাজির খোদ আইনজীবী শতাব্দী রায়!

আদালত চত্বরে থাকা মানুষদের মধ্যে এইরকম নানান কৌতূহল তৈরি হলেও শেষমেষ জানা যায় তিনি একটি সিনেমার শুটিং করতে আসানসোল আদালত চত্বরে হাজির হয়েছেন এবং সেই সিনেমায় তার ভূমিকা রয়েছে একজন আইনজীবীর। শুটিং চত্বর থেকে মাত্র ২০০ মিটার দূরে যখন অনুব্রত মণ্ডল জেলের গারদে রয়েছেন সেই সময় তাকে এইভাবে দেখতে পেয়ে প্রশ্ন ওঠে কেষ্ট প্রসঙ্গ। এই প্রশ্ন উঠতেই অবশ্য সাংসদ অভিনেত্রীর উত্তর, আইন আইনের পথে চলছে, আইনি লড়াই চলবে।

শতাব্দি রায় এক সময় চুটিয়ে বড় পর্দায় অভিনয় করেছেন। তবে গত দুই দশকের কাছাকাছি সময় ধরে সেই ভাবে তাকে অভিনয় জগতে দেখা যায় না। বরং এই সময় তিনি রাজনীতির আঙ্গিনায় হাত পাঠিয়েছেন এবং তিন তিনবার সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। রাজনীতির আঙিনায় হাত পাকানোর পর এখন রাজ্যস্তরে বড় ভূমিকা পালন করছেন দলের।

আসানসোল আদালতে তিনি যে সিনেমার শুটিং করে যান সেই সিনেমাটির নাম হলো ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই হিন্দি সিনেমায় করশরুমের বিভিন্ন গল্প দেখানো হবে। এই সিনেমাতেই আইনজীবী হিসেবে দেখা যাবে শতাব্দিকে। সিনেমায় শতাব্দী ছাড়াও অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেন, অমিত বহেল সহ অন্যান্যরা।