China-Pakistan got sleepless nights due to the satellite of Tata Advanced Systems: একের পর এক নজির গড়ছে টাটা গ্রুপ। ইস্পাত উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড করে এবার সামরিক বিভাগকে সহায়তা করতে নয়া ইতিহাস গড়লো টাটা গ্রুপ। তৈরি করল এক বিশেষ স্যাটেলাইট। যা মিলিটারি গ্রেডের আওতাভুক্ত। যে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাওয়া যাবে চীন-পাকিস্তানের মতো দেশগুলির কর্মকান্ডের। যা সর্বক্ষণ ভারতীয় সামরিক বাহিনীকে তথ্য প্রদান করবে।
তবে শুধু তৈরি নয়, ইতিমধ্যেই এই স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। গত ৭ই এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে পাঠানো হয় এই স্যাটেলাইট। যার মাধ্যম হল এলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন 9 রকেট। রকেটের মাধ্যমে স্যাটেলাইট ভালোভাবেই পৃথিবীর কক্ষপথে পৌঁছে গিয়েছে। যা স্যাটেলাইট প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে। তবে এখনো কোনো পরীক্ষা চালু হয়নি। আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই হবে স্যাটেলাইটের পরীক্ষা। পরীক্ষা সম্পন্ন হলেই শুরু হবে স্যাটেলাইটের কার্যপ্রক্রিয়া। পাওয়া যাবে সমস্ত তথ্য, যা জানিয়েছেন TASL (Tata Advanced Systems)-এর আধিকারিকরা।
প্রসঙ্গত, মিলিটারি গ্রেডের আওতাভুক্ত ইসরো দ্বারা বহু স্যাটেলাইট নির্মিত হয়েছে। তবে বেসরকারি দ্বারা স্যাটেলাইট কখনো নির্মিত হয়নি। ভারতে এই প্রথম TASL (Tata Advanced Systems)-এর দ্বারা মিলিটারি গ্রেড জিওস্পেশিয়াল স্যাটেলাইট তৈরি হয়। যা পৃথিবীর প্রথম হাই রেজোলিউশন স্যাটেলাইট হিসেবে পরিচিতি পেয়েছে। তৈরির পাশাপাশি স্পেসএক্স -এর রকেট দিয়ে গগন পথে পাঠানো হয়ে গিয়েছে এই স্যাটেলাইট।
আরও পড়ুন ? DGCA Penalty: কাউকে রেয়াত নয়, ভুল করলেই শাস্তি, এবার টাটাদের Air India কে জরিমানা করল DGCA
সূত্র বলছে, টাটা গ্রুপের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড বা TASL একা এই স্যাটেলাইট তৈরি করেনি। Satellogic Inc -এর সাহায্যে এই স্যাটেলাইট তৈরি করেছে TASL। যা TASL-এর প্রথম পদক্ষেপ। তবে এই একটা নয়, টাটা গ্রুপের পরিকল্পনা রয়েছে পরবর্তী সময়ে মহাকাশে পাঠানোর জন্য এমন আরো স্যাটেলাইট তৈরি করার। যা জানিয়েছেন TASL-এর প্রধান এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর সুকারান সিং।
এর পাশাপাশি এই প্রতিষ্ঠান তরফে স্যাটেলাইট প্রসঙ্গে নানান তথ্যও প্রকাশ করেছে। জানা গিয়েছে এই স্যাটেলাইট প্রতি পিক্সেল ১ মিটারের কম ছবি তুলে ধরবে। তবে ছবি হবে হাই রেজোলিউশন মিলিটারি গ্রেড। যা TASL (Tata Advanced Systems) নির্মিত একটি গ্রাউন্ড সেন্টারে ডাউনলোড এবং প্রসেসিং করা হবে। ইতিমধ্যেই TASL সেই গ্রাউন্ড সেন্টার নির্মাণকার্য শুরু করেছে।