Umrah Visa Rules Changed: উমরাহ ভিসার নিয়মে বদল, সুবিধা কমিয়ে দিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদন : পবিত্র কাবাঘরের জিয়ারতকেই বলা হয় উমরাহ। মূলত পবিত্র হজের সময় ছাড়া অন্য যেকোনো সময় কাবাঘরের তাওয়াফ সহ নির্দিষ্ট কিছু কাজ করা হলেই তাকে ইসলামের ভাষায় উমরাহ বলা হয়ে থাকে। ধর্মীয় বিষয়টির কথা মাথায় রেখে প্রতিবছর সৌদি আরবে দেশ-বিদেশের কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা উমরাহ পালন করতে যান। তবে এবার উমরাহ পালন করতে যাওয়ার ক্ষেত্রে ভিসায় (Umrah Visa Rules Changed) বড়বদল আনলো সৌদি আরব সরকার।

সৌদি আরব সরকারের তরফ থেকে উমরাহ ভিসার ক্ষেত্রে যে বদল আনা হয়েছে সেই বদল অনুযায়ী এবার সুবিধা অনেক কমে যাবে। এছাড়াও এই ভিসা নিয়ে যাতে কোনরকম অনিয়ম না হয় অর্থাৎ উমরাহ ভিসার যাতে করে কোন রকম অপব্যবহার না হয় সেই দিকেও কঠোর পদক্ষেপ নেওয়ার পদক্ষেপ শুরু হয়েছে সৌদি আরব সরকারের তরফ থেকে।

উমরাহ ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে পরিবর্তন আনা হয়েছে তা হলো, আগে ওমরাহ ভিসা করানোর পর যখন পুণ্যার্থী বা পর্যটকরা সৌদি আরবে পা রাখেন তখন থেকেই শুরু হতো ভিসার মেয়াদ এবং তা থাকতো ৯০ দিনের জন্য। কিন্তু এবার নতুন যে নিয়মের কথা বলা হয়েছে তাতে যেদিন ভিসা ইস্যু করা হবে সেই দিন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে। অর্থাৎ সেই দিন থেকেই ৯০ দিনের জন্য ভিসার মেয়াদ বৈধ থাকবে।

আরও পড়ুন 👉 Government Hospitals: কেন্দ্রের থেকে মিলবে ৯ লক্ষ টাকা! কপাল খুলল বাংলার এই ৪ হাসপাতালের

এর পাশাপাশি সৌদি আরব সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উমরাহ ভিসায় যারা বর্তমানে সৌদি আরবে রয়েছেন তাদের আগামী ২৩ মে সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি কারো ২৩ মে ৯০ দিন পূর্ণ না হয় তাহলেও তাকে দেশটি ত্যাগ করতে হবে। এক্ষেত্রে যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে তাকে আইনি জটিলতার মধ্যে পড়তে হবে বলেই জানানো হয়েছে।

উমরাহ ভিসার ক্ষেত্রে এমন কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মূলত এই ভিসাকে কাজে লাগিয়ে অনেকেই কর্মসংস্থানের জন্য সৌদি আরবে বসবাস শুরু করে দিচ্ছেন। আবার অনেকেই রয়েছেন যারা এই ভিসাকে কাজে লাগিয়ে দীর্ঘ সময় ধরে অবস্থান সহ নানান অপব্যবহার করছেন। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার সৌদি আরব নড়েচড়ে বসলো এবং কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে।