‘বেশিদিন মন টেকে না কোথাও’, সৌমিত্রকে একহাত নিলেন সুজাতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। অন্যদিকে ভোটের পর সম্প্রতি সৌমিত্র খাঁকে দলের বিরুদ্ধে একাধিক বার সোশ্যাল মিডিয়ায় লাইভ অথবা পোস্ট করে ক্ষোভ উগড়ে দিতে দেখা যাচ্ছে। স্বামীর এই পরিস্থিতি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সুজাতা। ‘বেশিদিন মন টেকে না কোথাও’, ‘সৌমিত্রর কোন দলেই বেশিদিন মন টেকে না’ বলে দাবি করেছেন তিনি।

Advertisements

Advertisements

সুজাতা মন্ডল খাঁয়ের বিজেপি ত্যাগ করে তৃণমূলে নাম লেখানোর পর থেকেই সৌমিত্র খাঁ-এর সাথে তার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সম্প্রতি তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল সৌমিত্রকে নিশানা করে জানিয়েছেন, “উনার মস্তিষ্ক বিকৃত হয়েছে নাকি শ্বাস নিতে কষ্ট হচ্ছে তা উনিই ঠিক করে বলতে পারবেন। আসলে সৌমিত্রের বেশিদিন মন টেকে না কোন দলে। ফলে এখন বিজেপিতে খুশি আছেন কিনা বলতে পারবো না।”

Advertisements

এর পাশাপাশি সুজাতা মন্ডল খাঁ আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অনামী নেতাদের জায়গা এবং সুযোগ করে দিয়েছেন। সেই জায়গায় তিনি সেখানেই কিছু হতে পারলেন না, তো অন্য দলের কি হবেন।” তবে এই প্রথম নয়, এর আগেও সৌমিত্রর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়াকে কটাক্ষ করেছেন সুজাতা।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রত্যাশামতোই না আসার পরে দলের একাধিক নেতাদের মতো সৌমিত্র খাঁকে নিয়েও শশব্যস্ত হয়ে পড়েছে গেরুয়া শিবির। একাধিকবার সৌমিত্র খাঁ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকি তিনি দিন কয়েক আগে সংগঠনের পদ ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন। তবে পরে তা কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে প্রত্যাহার করে নেন। কিন্তু তারপরেও তার ক্ষোভ থামেনি। নাম না পড়ে একাধিক নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিভিন্ন সময়।

Advertisements