নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস কানেকশন এখন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। শুধু বাড়িতে বাড়িতে এই রান্নার গ্যাস পৌঁছে গিয়েছে এমন নয় পাশাপাশি এখন রান্নার গ্যাস সাধারণ মানুষদের অন্যতম প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। তবে এসবের মাঝে এই যেভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে তা একপ্রকার অসহ্য হয়ে দাঁড়িয়েছে গৃহস্থালিদের কাছে।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আরও একটি বড় ঝামেলা রয়েছে। সেই বড় ঝামেলাটি হল ডেলিভারি বয়রা যখন বাড়িতে আসেন গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে সেই সময় তারা বাড়তি টাকা দাবি করে থাকেন। জায়গার ভিত্তিতে এই বাড়তি টাকা দাবি করে থাকেন তারা। কোথাও ১০ টাকা, কোথাও আবার ৩০, আবার কোথাও কোথাও বাড়তি ৫০ টাকা পর্যন্ত দাবি করা হয়।
কিন্তু ডেলিভারি বয়রা এই যে বাড়তি টাকা দাবি করে থাকে তা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। প্রতিটি গ্যাস সরবরাহকারী সংস্থা জানিয়ে থাকে, সিলিন্ডার বুকিং করার সঙ্গে সঙ্গেই ডেলিভারি করার যে চার্জ তা ধরা থাকে। অর্থাৎ হিসেব অনুযায়ী ডেলিভারি বয়রা যে টাকা দাবি করে থাকেন তা তারা করতে পারেন না।
অনেকেই তা অন্যায় জেনেও ওই সকল ডেলিভারি বয়দের মুখের দিকে তাকিয়ে এই টাকা দিয়ে থাকেন। তবে এর থেকে বাঁচার দুর্দান্ত একটি কৌশল রয়েছে। সেই কৌশল বা পদ্ধতি অনুসরণ করলে ডেলিভারি বয় আপনার থেকে বাড়তি টাকা চাইতে পারবেন না।
বর্তমানে অধিকাংশ মানুষই স্মার্টফোন ব্যবহার করেন। রান্নার এই গ্যাস সিলিন্ডারও ফিচার ফোন অথবা স্মার্টফোনের মাধ্যমে বুকিং করা হয়। তবে অধিকাংশ মানুষজন গ্যাস সিলিন্ডারে বাড়িতে পৌঁছানোর পর টাকা দিয়ে থাকেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি। এই ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি বদলে সঙ্গে সঙ্গে অনলাইনে পেমেন্ট করে দিন। এরপর যখন ডেলিভারি বয় বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে আসবেন সেই সময় তিনি পেমেন্ট এবং পেমেন্টের সঙ্গে বাড়তি টাকা চাইতে পারবেন না।