AC Water: AC থেকে বেরোনো জলের অপচয় নয়, ভিডিও দেখে এই পদ্ধতিতে করুন সাশ্রয়

Saves water by this method not wasting the water coming out of the AC: AC এর থেকে বেরিয়ে যাওয়া জল (AC Water) তাও কি আবার ব্যবহার করা সম্ভব? আজকের প্রতিবেদনটি পড়লে এই অসম্ভব কথাটি সম্ভব বলে মনে হবে। মাহিন্দ্রা গ্রুপের আনন্দ মাহিন্দ্রাকে কে না চেনে? সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই সক্রিয়। দেশের বিভিন্ন রকম অবস্থা নিয়ে প্রায় তিনি নিজের মতামত পেশ করে থাকেন। কোন ভিডিও যদি তার মনে ধরে তার প্রশংসা তিনি অবশ্যই করেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তার ফ্যান ফলোয়ার্সদের অভাব নেই।

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং আগামী ভবিষ্যতের কাজে লাগতে পারে। তা শেয়ার করা ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়া জুড়ে। তাতে দেখানো হয়েছে কি ভাবে এসি থেকে বের হওয়া জল (AC Water) নষ্ট না করে, খুব সহজেই ব্যবহার করা যায়।

ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন যে, গোটা দেশে এসি ব্যবহার করে এমন মানুষের সংখ্যা খুবই বেশি। তাই সেরকম জায়গায় এই ধরনের মানসম্পন্ন যন্ত্রপাতি তৈরি করা দরকার। জল হল আমাদের প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ অপচয় করা কোনভাবেই কাম্য নয়। এটি নিরাপদে সংরক্ষণ করা প্রয়োজন। ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে জানতে পারবেন কিভাবে এসি পাইপে একটি ছোট ট্যাপ বসিয়ে জল সংরক্ষণ (AC Water) করার পরে ব্যবহার করা যায়।

আরও পড়ুন 👉 Tips for AC: গরমে এসি চালানোর আগে করতে হবে এই ৬ কাজ, না হলে বাড়বে বিপদ

এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এসির থেকে বেরোনো জল (AC Water) দিয়ে আসলে কি কি কাজ করা যেতে পারে? এই জল দিয়ে আপনি বাগান করতে পারেন, কিংবা ঘর মোছা ইত্যাদি কাজেও ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই জলটি অপচয় না করে যদি বাড়ির এই ধরনের কাজে ব্যবহার করা হয় তাহলে সাধারণ মানুষের কাছে একটি যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করা হবে। শুধু দেখলে হবে না এই ব্যবস্থা যদি প্রত্যেকটি মানুষ করেন তাহলে জল অপচয় বন্ধ করা যাবে। ইউজাররা আনন্দ মাহিন্দ্রার এই ভিডিয়োটিকেও বেশ পছন্দ করছেন। অনেকেই এই ভাইরাল ভিডিয়োতে মন্তব্যও করেছেন।

যারা এসি ব্যবহার করেন তারা প্রত্যেকেই বলেছেন যে এই ধরনের জল ব্যবহারের একটি ব্যবস্থা প্রত্যেক বাড়িতে হওয়া উচিত। অনেক ইউজার আনন্দ মাহিন্দ্রার প্রশংসাও করছেন। এই ধরনের ভিডিও জনসমক্ষে আনার জন্য সত্যি তাকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি দেখার পর নিশ্চয়ই আপনারা এটি পছন্দ হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া সাইট এক্স -এ ১৬ মার্চ ২০২৪ তারিখে পোস্ট করা হয়েছিল। জানলে অবাক হবেন এই ভিডিও ক্লিপটি ১ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। সঙ্গে সঙ্গে এটি ২১ হাজার লাইক পেয়েছে। এই দারুণ পোস্ট অনেক ইউজার শেয়ার পর্যন্ত করেছেন।