Savitri Jindal is now the richest woman in the country: স্বাভাবিকভাবেই ভারতীয় ধনী শিল্পপতিদের নাম আসলেই প্রথমেই আসবে মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির নাম। এদের সম্পত্তির পরিমাণ অবাক করার মতো। শুধু ভারতে নয় গোটা বিশ্বে তারা পরিচিত তাদের কোটি কোটি টাকার সম্পত্তির জন্য। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে ধনী মহিলা (Savitri Jindal) কে? কত সম্পত্তির আছে তার? যে চাঞ্চল্যকর তথ্য সবার সামনে এসেছে তা সত্যি অবাক করার মতো।
দেশের পক্ষে সত্যি গর্বের যে, বর্তমানে দেশের ধনীতম মহিলাদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)। এমনকি বিলিয়নিয়ারদের নামের তালিকায় তার নাম যেনো জ্বলজ্বল করছে। সূত্র মারফত জানা গেছে যে, গত কয়েক মাসে তার সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই ৭৩ বছরের সাবিত্রী জিন্দালের কোটিপতি হওয়ার গল্প কোনো রূপকথার চেয়ে কম নয়। ১৯৭০ সালে জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে শুধু সংসার সামলানো তার দায়িত্ব ছিল।
কিন্তু এই চিত্র সম্পূর্ণ বদলে যায় ২০০৫ সালে। সাবিত্রী জিন্দালের (Savitri Jindal) জীবনে নেমে আসে ঝড়। ওই বছর মৃত্যু হয় তাঁর স্বামীর। তারপর থেকে তিনি ব্যবসার হাল ধরেছেন। তিল তিল করে গড়ে তোলা স্বামীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গায়ে কোনও আঁচ লাগতে দেননি তিনি। বরং ব্যবসাকে এগিয়ে নিয়ে গেছে সফলতার দিকে। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, তিনি এখন ধনীতম শিল্পপতিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সামনে আছেন মুকেশ আম্বানি, গৌতম আদানি ও শিব নাদারে।
জানলে অবাক হবেন বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ১৭৫ মিলিয়ান মার্কিন ডলার বেড়ে যায়। ফোর্বসের দাবি অনুযায়ী, মোট ২৮.৯ বিলিয়ান ডলারের সম্পত্তি রয়েছে তাঁর (Savitri Jindal)। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার মূল্য প্রায় আড়াই লাখ কোটি টাকা। বিপুল সম্পত্তির মালকিন হয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন সাইরাস পুনেওয়ালা, দিলীপ সাঙ্ঘভি, কুমার মঙ্গলম বিড়লা, রাধাকিষাণ দামানি, লক্ষ্মী মিত্তল ও কেপি সিংয়ের মতো শিল্পপতিদের। সাইরাস পুনাওয়ালার মোট সম্পত্তির পরিমাণ হলো ২১.৯ বিলিয়ান ডলার। এছাড়া, দিলীপ সঙ্ঘভির রয়েছে ২০.১ বিলিয়ান ডলারের সম্পত্তি।
তালিকায় থাকা অন্যান্য ধনী ব্যক্তি যেমন কুমার মঙ্গলম বিড়লা, রাধাকিষাণ দামানি ও লক্ষ্মী মিত্তলের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৮.৬ ১৭.৭ ও ১৬.৩ বিলিয়ান মার্কিন ডলার। ১৫.২ বিলিয়ান ডলারের সম্পত্তির মালিক কেপি সিং। আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো দু’দিন আগেই ৮০ বছর বয়সে বিলিয়নিয়ার ক্লাবে ঢুকে পড়েন শিল্পপতি ললিত খৈতান। তিনি লোকসানে চলা মদের কোম্পানি কিনে বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। তাঁর সংস্থার নিজস্ব ব্র্যান্ডের মদ রয়েছে। ফোর্বসের তথ্য অনুসারে, ললিতের সম্পত্তির পরিমাণ হলো এক বিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে 8 হাজার কোটি টাকা।