লাল্টু : পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর থানা মোড় এলাকায় বিজেপির তরফ থেকে একটি অবস্থান বিক্ষোভ করা হয়। যে অবস্থান-বিক্ষোভে হাজির ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এই অবস্থান-বিক্ষোভ চলাকালীন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতাদের নিয়ে।
পেট্রোল-ডিজেলের দাম নিয়ে তিনি এদিন সরব হয়ে বলেন, পশ্চিমবঙ্গের পেট্রোলের দাম গোয়ার থেকে ১৫ টাকা বেশি। পশ্চিমবঙ্গে ডিজেলের দাম উত্তরপ্রদেশের থেকে ১৬ টাকা বেশি। এখানেই শেষ না, এর পাশাপাশি তিনি ঝাড়খণ্ডের সঙ্গে পেট্রোলের দামের তুলনা করে বলেন, “সামনেই ২০ কিলোমিটার চলে যান, যেখানে পশ্চিমবঙ্গের তুলনায় ১০ টাকা কমে পেট্রোল পাওয়া যায়।”
এর পাশাপাশি তিনি তৃণমূল নেতাদের গোয়া যাওয়া প্রসঙ্গে বলেন, “গোয়ায় যাওয়া তৃণমূলের ১৫০-২০০ জনের নামের তালিকা গোয়ার সরকারকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি। তাদের প্রায় ৫০ শতাংশ সমাজ বিরোধী, ক্রিমিনাল। সেই তালিকায় বীরভূমের কয়েকজন রয়েছে৷ তাদের মধ্যে কাউকে কাউকে সিবিআই খুঁজছে। ছবি সহ তাদের নামের তালিকা পাঠানো হয়েছে গোয়া সরকারের কাছে।”
অন্যদিকে সায়ন্তন বসু এদিন উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠককে কটাক্ষ করে বলেন, “কিসের প্রশাসনিক সভা। প্রশাসনিক সভাগুলো তৃণমূলের দলীয় সভায় পরিণত হয়েছে। তাদের জেলা সভাপতি হিসাবে ডিএম বসেন এবং জেলা কো-অর্ডিনেটর হিসেবে এসপি বসেন। এই প্রশাসনিক বৈঠকের তিনি কখনোই বিরোধী দলের এমপি অথবা এমএলএদের ডাকেন না। তাহলে এই বৈঠক কিসের প্রশাসনিক বৈঠক?”
সায়ন্তন বসু এইসকল মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “যারা রাজনীতি করেন, বিরোধীদলের নেতাদের থেকে এমন কথা আশা করা যায় না। কারণ তিনি যখন একজন বিধায়ককে ক্রিমিনাল বলছেন তখন জানতে হবে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তিনি নিজের ছবিটাই আয়নার সামনে দেখছেন।”