কত টাকার মালিক তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা, রইলো সম্পত্তির খতিয়ান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সিনে জগতের গণ্ডি পেরিয়ে তিনি এবার রাজনীতির ময়দানে তৃণমূলের হয়ে বাঁকুড়া বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে পেশ করেছেন সম্পত্তির হিসেবের খতিয়ান। চলুন দেখে নেওয়া যাক তিনি কত টাকার মালিক।

Advertisements

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২০০৮ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। তারপর এই সিনে জগতে পা রাখা। তবে সম্পত্তির নিজেকে যখন অন্যান্য তারকা প্রার্থীরা কোটি টাকায় খেলা করছেন ঠিক সেই সময়ই তিনি কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন। হলফনামা অনুযায়ী তার মোট সম্পত্তি এখনো কোটি পার হয়নি। উপরন্তু রয়েছে ব্যাঙ্ক লোন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে নগদ ছিল ৪৩ হাজার ১২৭ টাকা।

Advertisements

পাশাপাশি তার মোট আটটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। যেগুলি রয়েছে বন্ধন, অ্যাক্সিস, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কে। এরমধ্যে আবার তিনটি অ্যাকাউন্ট যৌথ। এই সকল অ্যাকাউন্টগুলিতে যথাক্রমে টাকা রয়েছে ৩৪ হাজার ৭৯৬ টাকা, ১ হাজার ৩৮৯ টাকা, ২৭৭ টাকা, ১ টাকা। বাকিগুলিতে কোন টাকাই নেয়। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৩৬ হাজার ৪৬৩ টাকা।

Advertisements

তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও তার ৪৩ লাখ ৫৬ হাজার ৪৩৬ টাকার একটি মার্সিডিজ বেন্‌জ গাড়ি রয়েছে। এছাড়াও ৩.৫২ গ্রাম ওজনের সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৩ হাজার ৪৩৬ টাকা। তবে এর পাশাপাশি তার ঋণের বোঝা প্রচুর। একাধিক ব্যাঙ্ক থেকে তিনি ঋণ নিয়ে বসে আছেন।

[aaroporuntag]
এইচডিএফসি ব্যাঙ্কে ১৯ লাখ ৯১ হাজার ৮৯১ টাকা, আইসিআইসি ব্যাঙ্কে ১৪ লাখ ৯৭ হাজার ১৮ টাকা, এইচডিএফসি ক্রেডিট কার্ডে ৪ লাখ ৫৪ হাজার ৯৩৩ টাকা এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১ লাখ ৪৩ হাজার ৩৯৭ টাকা ঋণ রয়েছে তার। অর্থাৎ সবমিলিয়ে তার মোট ঋণ ৪০ লাখ ৮৭ হাজার ২৪০ টাকা। অন্যদিকে সব মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৪৬ লাখ ৩৯ হাজার ৫২ টাকা।

Advertisements