৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ না করলেই বন্ধ হয়ে যাবে SBI অ্যাকাউন্ট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আপনি যদি ভারতের সবথেকে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে রাখা অত্যাবশ্যক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিষয়ে আগেও তাদের গ্রাহকদের সতর্ক করা হয়েছে, আবারও তা করা হলো।

Advertisements

Advertisements

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তাদের গ্রাহকদের যত দ্রুত সম্ভব প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানোর শেষ সময় হলো ৩০ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে যদি এই কাজটি না করা হয় তাহলে গ্রাহকদের আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Advertisements

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে শেষ যে সময়সীমা দেওয়া হয়েছিল তা পুনরায় বাড়ানো হয়েছে। সময়সীমার মেয়াদ বাড়ানোর পর এর শেষ সময়সীমা বাড়িয়েছে ৩০ সেপ্টেম্বর। নির্ধারিত এই সময়ের মধ্যেই দেশের প্রতিটি প্যান গ্রাহকদের আধার কার্ডের সাথে লিংক করাতে হবে। অন্যথায় প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ড বাতিল হলেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই সকল গ্রাহকদের আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা দেবে না।

পাশাপাশি এটাও জেনে রাখা জরুরি, কোন গ্রাহক যদি তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না করান সে ক্ষেত্রে সেই প্যান কার্ড বাতিল হলে, বাতিল হওয়া প্যান নম্বর ব্যাঙ্ক অথবা অন্য কোথাও দেওয়া হলে বিপুল অঙ্কের জরিমানা সম্মুখীন হতে পারেন। কেন্দ্র সরকারের আয়কর আইন অনুযায়ী এই সাজা হতে পারে প্যান গ্রাহকদের।

Advertisements