স্মার্টফোনে যেকোনো ধরণের অ্যাপ ব্যবহারের আগে সতর্ক হওয়ার পরামর্শ দিলো SBI

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যুগের সাথে তাল মিলিয়ে এখন বেশিরভাগ মানুষই ঝুঁকছেন ডিজিটাল লেনদেনের দিকে। আর এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বারংবার বহু সমস্যার সম্মুখীন হতে হয় আমজনতাকে। সমস্যার পাশাপাশি বাড়ছে প্রতারণার ঘটনা। আর এই সকল প্রতারণা বহু ক্ষেত্রে নিজেদের ভুলেই হয়ে পরে। যে কারণে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সবসময়ই গ্রাহকদের সতর্ক করেন যে কোন লেনদেনের সময় সতর্কভাবে পদক্ষেপ গ্রহণ করতে।

Advertisements

Advertisements

আবার অনেক সময় লক্ষ্য করা যায় লেনদেনের সময় সতর্ক থাকলেও অজান্তেই প্রতারণার ঘটনা ঘটে। যার পরেই অনেকের মধ্যে প্রশ্ন ওঠে কিভাবে এমনটা হল? এর মূলে রয়েছে বেশ কিছু অ্যাপ, অজান্তে বিভিন্ন অযাচিত ওয়েবসাইটে নিজেদের তথ্য শেয়ার করা ইত্যাদি। আর এই সকল বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, তা নিয়েই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি সতর্কতাবাণী দেওয়া হয়েছে। বিশেষ করে সতর্ক করা হয়েছে কিছু অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে।

Advertisements

সোমবার SBI ট্যুইট করে জানিয়েছে, “কিছু মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলি আপনার সংবেদনশীল তথ্যগুলিকে চুরি করে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারে। তাই SBI আপনাকে অ্যাপস ব্যবহার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছে।”

SBI ট্যুইটে জানিয়েছে, “মোবাইলে কোন রকম আনভেরিফাইড অ্যাপ ব্যবহার করবেন না।এই সকল অ্যাপ ব্যবহার করলে প্রতারকরা আপনার মোবাইলে নিয়ন্ত্রণ রাখার সাথে সাথে আপনার কন্টাক্ট, পাসওয়ার্ড এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে যেতে পারে।”

অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায় হিসাবে SBI-এর তরফ থেকে আরও যা যা বলা হয়েছে

১) সবসময় কেবলমাত্র ভেরিফায়েড অ্যাপ ব্যবহার করুন।

২) কোন অ্যাপ ব্যবহার করবার আগে সেই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে তারপরে অ্যাপটি কে মোবাইলে ইনস্টল করুন।

৩) কোন নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে একটু সতর্ক থাকুন।

৪) ভাবুন তারা যে পারমিশন চাইছে তার কি আদৌও কোন দরকার আছে।

৫) কোন অ্যাপে ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেলস সেভ করবেন না।

৬) স্মার্টফোন প্রতিদিন আপডেট করুন।

৭) বিনামূল্যের স্ক্রিনসেভার ফোনে সেট করবেন না, এর ফলে একটি রিক্স থেকে যায়।

৮) ফরওয়ার্ড করা মেসেজের লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

Advertisements