এই কাজ না করলেই বন্ধ হবে ব্যাঙ্কিং পরিষেবা, সতর্ক করলো SBI ও HDFC

নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বেসরকারি সেক্টরের অন্যতম বড় গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক এইচডিএফসি তাদের গ্রাহকদের সতর্ক করল ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই বারংবার তাদের গ্রাহকদের মেসেজ অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সতর্কবার্তা দিয়েছে। অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ইমেল মারফত সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সতর্ক বার্তা দিয়েছে।

ভারতের কোটি কোটি গ্রাহক নিয়ে থাকা এই দুটি ব্যাঙ্কের সতর্কবার্তা হলো, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে তাদের সেই সকল গ্রাহকদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে যারা এখনো এই কাজটি করেন নি। আর এই নির্ধারিত সময়ের মধ্যে এই কাজটি না করা হলে তাদের ব্যাঙ্কিং পরিষেবা প্রভাব পড়বে। বন্ধ করে দেওয়া হতে পারে আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা।

এইচডিএফসি ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, তাদের যে সকল গ্রাহকরা নির্ধারিত এই সময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাবেন না তারা ১ অক্টোবর থেকে একাধিক পরিষেবার সুবিধা পাবেন না। মূলত সরকারি নির্দেশিকা অনুসারে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। আয়কর দপ্তরের ১৯৬১ এর ধারা 139AA নিয়ম অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে ৩০ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। অন্যথায় তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব পড়বে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের যে সকল গ্রাহকরা এখনো প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করান নি তারা তা না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর কোন ধরনের লেনদেনের জন্য তা ব্যবহার করতে পারবেন না।