নিজস্ব প্রতিবেদন : এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে Aadhaar লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক ঘোষণা করা হয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে। তবে এই বাধ্যতামূলক ঘোষণা না হলেও বেশ কিছু ক্ষেত্রে Aadhaar লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। আর তারই পরিপ্রেক্ষিতে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) একটি বিজ্ঞপ্তি জারি করলো। বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট করে দেওয়া অ্যাকাউন্টগুলির সাথে আধার লিঙ্ক না থাকলে গ্রাহকরা অসুবিধায় পড়তে পারেন।
মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করার যে পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে তার লক্ষ্য হল দুর্নীতি রুখে দেওয়া এবং সরকারি সুবিধা বা ভর্তুকি সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। আর এই সকল ক্ষেত্রের দিকে নজর রেখে আধার লিঙ্ক নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক ঘোষণা করেছে সরকার।
সম্প্রতি SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, “যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) এর মাধ্যমে কোন সুবিধা অথবা ভর্তুকি ঢোকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার করানো বাধ্যতামূলক, নিরবিচ্ছিন্ন ভাবে এই পরিষেবা পেতে হলে।”
We would like to inform our customers that Aadhaar Card seeding is mandatory for those desirous of receiving any benefit or subsidy from Govt. of India through Direct Benefit Transfer.#DirectBenefitTransfer #AadhaarCard pic.twitter.com/EICJUbBeVC
— State Bank of India (@TheOfficialSBI) February 17, 2021
[aaroporuntag]
পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে এটাও জানানো হয়েছে, যদি কোনো গ্রাহক তাদের SBI অ্যাকাউন্টে এমন সুবিধা পেয়ে থাকেন অথচ তার আধার লিঙ্ক করা নেই সেক্ষেত্রে তাকে দ্রুত তা করিয়ে নিতে হবে। আধার লিঙ্ক করার জন্য নিকটবর্তী ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে।