নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের গ্রাহকদের জন্য একগুচ্ছ অফারের ঘোষণা করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সকল স্কিমে অংশগ্রহণ করে গ্রাহকরা সুবিধা নিতে পারবেন। এই সকল সুবিধার মধ্যে রয়েছে মেয়াদি আমানতে অতিরিক্ত সুদ থেকে ঋণে ফি মুকুব ইত্যাদি।
১) গাড়ি কেনার ক্ষেত্রে কোনরকম ঋণ নিলে এই অফার চলাকালীন গ্রাহকদের কোনরকম প্রসেসিং ফি জমা দিতে হবে না। এর পাশাপাশি ৯০ শতাংশ পর্যন্ত অন রোড ফাইন্যান্সিং-এর সুবিধা দেবে ব্যাঙ্ক। এই ঋণের ক্ষেত্রে সুদের হার শুরু হবে ৭.৫ শতাংশ থেকে। তবে শর্ত একটাই গ্রাহকদের আবেদন করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ YONO এর মাধ্যমে।
২) গোল্ড লোন এর ক্ষেত্রেও দিতে হবে না কোনরকম প্রসেসিং ফি। পাশাপাশি গোল্ড লোনের ক্ষেত্রে ৭৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন গ্রাহকরা। সুদের হার পড়বে বার্ষিক ৭.৫০%। এক্ষেত্রে সুদে ছাড় পাওয়া যাচ্ছে ০.০১%। তবে গ্রাহকদের আবেদন করতে হবে YONO অ্যাপ থেকে।
৩) এছাড়াও পার্সোনাল লোন, পেনশন লোন এবং গৃহঋণের ক্ষেত্রেও কোনরকম প্রসেসিং ফি নেওয়া হচ্ছে না। গৃহঋণের ক্ষেত্রে গ্রাহকদের সুদ দিতে হবে বার্ষিক ৬.৭০ শতাংশ। তবে এই অফার ৩১ আগস্ট পর্যন্ত।
৪) স্বাধীনতা দিবস উপলক্ষে কার লোন অথবা পার্সোনাল লোনের ক্ষেত্রে করোনা যোদ্ধাদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় দেওয়া হবে।
৫) খুচরো আমানতের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম টার্ম ডিপোজিট নামে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা অতিরিক্ত সুদ পাবেন। ৭৫ দিন, ৭৫ সপ্তাহ এবং ৭৫ মাসের মেয়াদি আমানতে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের অ্যাকাউন্টটি খুলতে হবে ১৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে।