একবার টাকা দিলেই আর দরকার নেই, মাসে মাসে আয়, SBI-এর অজানা স্কিম

নিজস্ব প্রতিবেদন : ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৪৫ কোটির কাছাকাছি মানুষ এই ব্যাংকের গ্রাহক। স্বাভাবিকভাবেই এই ব্যাংকের কোন স্কিম অথবা কোন পরিবর্তন দেশের সবচেয়ে বেশি মানুষদের মধ্যে প্রভাব ফেলে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য এমন একটি স্কিম আনা হয়েছে যা অনেকেই জানেন না।

অজানা এই স্কিমটিতে খুব সহজেই তাদের গ্রাহকরা মাসে মাসে আয় করতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অজানা স্কিমটির নাম হল অ্যানুইটি ডিপোজিট স্কিম। এতে গ্রাহকদের এককালীন টাকা জমা দিতে হয় এবং তারপর তারা প্রতি মাসে কিস্তির ভিত্তিতে টাকা দেওয়া হয়ে থাকে। মূল মূলধনের উপর হিসাব করে সুদ দেওয়া হয়। আবার এই স্কিমে যারা টাকা জমা রাখেন তারা প্রতি তিন মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে থাকেন।

অ্যানুইটি ডিপোজিট স্কিমে যারা বিনিয়োগ করে থাকেন তারা ৩৬, ৬০, ৮৪ এবং ১২০ মাসের জন্য বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে কোন উর্ধ্বসীমা না থাকলেও কম করে এক হাজার টাকা বিনিয়োগ করতে হয় বিনিয়োগকারীকে। এছাড়াও এই স্কিমে অ্যাকাউন্ট খোলা হলে অ্যাকাউন্টধারী ইউনিভার্সেল পাসবুক পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হন।

এই স্কিমে অ্যাকাউন্ট কোন গ্রাহক চাইলে এককভাবে খুলতে পারেন আবার যৌথভাবেও খুলতে পারেন। আবার যদি কারোর বয়স ১৮ বছর না হয়ে থাকে তাহলেও তিনি এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোন গ্রাহক যদি এই স্কিমের আওতায় প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেতে চান তাহলে তাকে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

এই স্কিমে মূলত ৭ শতাংশ সুদ দেওয়া হয়ে থাকে। তবে যেহেতু কম্পাউন্ডিং হারে সুদ দেওয়া হয়, যে কারণে প্রতিমাসে বিনিয়োগকারীরা ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ হাজার টাকা পেতে পারেন।