SBI গ্রাহকদের জন্য সুখবর, ATM কার্ড হারালে ঘুরতে হবে না হন্যে হয়ে

নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো এক দুর্দান্ত পরিষেবা। আর এই পরিষেবা দেশের কোটি কোটি গ্রাহকদের কাছে বড়ই সুখবর। এই পরিষেবার মাধ্যমে ব্যাঙ্ক গ্রাহকরা এবার তাদের মোবাইলেই এটিএম এবং ডেবিট কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা অতি সহজেই গ্রহণ করতে পারবেন। এছাড়াও রয়েছে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিষেবা, যেগুলির জন্য গ্রাহকদের আর হন্যে হয়ে এখান থেকে ওখানে ঘুরতে হবে না।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সুবিধার জন্য নিয়ে এসেছে একটি মোবাইল অ্যাপ, যার নাম ‘YONO LITE SBI’ ও ‘YONO SBI’. এই দুটি অ্যাপের পরিষেবা একই রকম। স্মার্টফোনের ধারণক্ষমতা হিসেবে গ্রাহকরা যেকোন একটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপে আপনি ব্যাঙ্কিং সমস্ত রকম পরিষেবা উপভোগ করতে পারবেন নিমেষে। এমনকি এটিএম ডেবিট কার্ড হারিয়ে গেলেও কোথাও ফোন অথবা ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। এখান থেকেই ব্লক এবং নতুন কার্ডের অনুরোধ জানাতে পারবেন।

এছাড়াও এই অ্যাপে আপনি অতি সহজে কোনরকম কাগজ ছাড়াই লোন, ইন্সুরেন্স পেতে পারেন মাত্র এক ক্লিকেই। অবশ্য সেগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক থেকে অফার পেতে হবে।

এসবিআই ক্রেডিট কার্ড নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাঙ্কের তরফ থেকে আরও একটি অ্যাপ ‘SBI CARD’ লঞ্চ করা হয়েছে। যার মাধ্যমে আপনি আপনার এসবিআই ক্রেডিট কার্ডের সমস্ত রকম পরিষেবা গ্রহণ করতে পারবেন।

এই অ্যাপের মাধ্যমে পরিষেবা গ্রহণ করতে আপনাকে অবশ্যই ব্যাঙ্কের সাথে একটি মোবাইল নাম্বার রেজিস্টার করে রাখতে হবে। পরিষেবা গ্রহণের জন্য অ্যাপটি ইন্সটল করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যে রেজিস্ট্রেশন করার জন্য আপনার কাছে যাবতীয় ওটিপি অথবা অন্যান্য তথ্য আসবে ব্যাঙ্কের সাথে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারেই। এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার আরও বেশি সুরক্ষিত বলে জানিয়েছেন ব্যাঙ্কের পদস্থ কর্মচারীরা।