নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশজুড়ে বেড়েছে ডিজিটাল লেনদেন। এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন এবং ইন্টারনেট পৌঁছে যাওয়ার কারণে পৌঁছে গিয়েছে বিভিন্ন সংস্থার ইউপিআই অ্যাপ। দেশের একটি বড় সংখ্যার মানুষ এখন এই ইউপিআই অ্যাপ দিয়ে আর্থিক লেনদেন করছেন। সহজ এবং তাড়াতাড়ি এই লেনদেন হওয়ার কারণে তারা এই পথ বেছে নিয়েছেন।
তবে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলেও এখনো নগদের চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে বাজারে। নগদের এই চাহিদা মেটাতে অধিকাংশ মানুষ এটিএম কাউন্টারের উপর নির্ভরশীল। হাতের কাছে সহজেই কার্ড ব্যবহার করে নগদ পাওয়া যায় এটিএম কাউন্টার থেকে। অন্যদিকে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা বেশি হওয়ার পাশাপাশি তাদের এটিএম কাউন্টারও তুলনামূলকভাবে অনেক বেশি। তবে এই ব্যাংকের এটিএম ব্যবহার করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।
এটিএম পরিষেবা ব্যবহার করে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই সকল নিয়ম অনুসারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তাদের এটিএমগুলি পরিচালনা করে থাকে। যে কারণে নির্দিষ্ট করে দেওয়া সীমা অতিক্রম করলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ এবং জিএসটি দিতে হয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম ব্যবহার করার ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে গ্রাহকদের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে একজন গ্রাহক দেড় লক্ষ টাকা পর্যন্ত অন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও কতবার বিনামূল্যে ট্রানজেকশন করা যাবে সেই নিয়মও বেঁধে দেওয়া হয়েছে।
দেশের ৬টি মেট্রো সেন্টারে ৩ টি পর্যন্ত বিনামূল্যে লেনদেন করার সুযোগ আছে৷ অন্য জায়গায় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ৫ টি পর্যন্ত লেনদেনের সুযোগ থাকছে৷ নির্ধারিত সীমা অতিক্রম করলে আপনাকে লেনদেনের ক্ষেত্রে ২০ টাকা+ GST। ATM এর ক্ষেত্রে ১০ টাকা+ GST চার্জ নেওয়া হয়ে থাকে। এখন এই আর্থিক লেনদেন বা ট্রানজেকশন বলতে কেবলমাত্র টাকা তোলা নয়। ব্যালেন্স চেক করা অথবা অন্য কোন কাজ করাকেও ট্রানজেকশন বোঝায়।