নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দিন দিন বাড়ছে ডিজিটাল লেনদেনের ব্যবহার। তবে এই ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে নানান প্রতারণার ঘটনা। একটি ফোনেই অ্যাকাউন্ট থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।
প্রতারণার এই সকল ঘটনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে। কারণ তারা ধীরে ধীরে ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকলেও অতটা সরগরম নন। এরই পরিপ্রেক্ষিতে প্রতারকরা এই সকল বয়স্ক মানুষদের ফাঁদে ফেলার জন্য একপ্রকার টার্গেট করে নিচ্ছে। তবে এই সকল প্রতারণার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কতকগুলি নম্বর এড়িয়ে চললেই প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এর পাশাপাশি জানানো হয়েছে, কেওয়াইসি আপডেট করার নাম করে যে সকল লিঙ্ক পাঠানো হয়ে থাকে সেগুলিকেও এড়িয়ে চলতে হবে।
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, মূলত এসবিআই গ্রাহকদের কাছে দুটি নম্বর থেকে ফোন আসছে। সেই নম্বর দুটি হল +৯১-৮২৯৪৭১০৯৪৬ এবং +৯২-৭৩৬২৯৫১৯৭৩। এই দুটি নম্বর থেকে ফোন করে কোন গ্রাহককে যদি কেওয়াইসি আপডেট অথবা অন্য কোন বিষয় বলা হয়ে থাকে তাহলে যেন গ্রাহকরা তা বিশ্বাস না করেন। কারণ হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এমন ধরনের আপডেটের কোন নির্দেশিকা জারি করেনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Do not engage with these numbers, & don't click on #phishing links for KYC updates as they aren't associated with SBI. #BeAlert & #SafeWithSBI https://t.co/47tG8l03aH
— State Bank of India (@TheOfficialSBI) April 20, 2022
এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখা দরকার। কোন কোন সময় গ্রাহকদের মোবাইল নম্বরে মেসেজ আসছে, সিম কার্ড ড্যামেজ হয়েছে এমন। সেক্ষেত্রে বলা হয় সিম কার্ড সক্রিয় রাখার জন্য ফোন করতে। মেসেজে দেওয়া নম্বরে এমন ফোন করলে প্রতারণার শিকার হতে পারেন গ্রাহক। সুতরাং এইসকল সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দশবার চিন্তা করতে হবে।