১লা জুলাই থেকে টাকা লেনদেন ৪টি বদল আনছে SBI

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামী পয়লা জুলাই থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনটি বদল আনছে। এই তিনটি বদল দেশের কোটি কোটি গ্রাহকদের উপর যথেষ্ট প্রভাব ফেলবে। আর্থিক লেনদেনের এই ৪ বদল জানা না থাকলে পয়লা জুলাই থেকে গ্রাহকদের বাড়তি টাকা গুনতে হতে পারে। যে কারণে দেখে নেওয়া যাক এই ৪টি রদবদল।

Advertisements

Advertisements

১) ব্রাঞ্চ থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে রদবদল আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়মে পরিবর্তন করে ব্যাঙ্কের তরফের ঘোষণা করা হয়েছে পয়লা জুলাই থেকে চার বারের বেশি ব্রাঞ্চ থেকে নগদ টাকা তোলা হলে বাড়তি টাকা দিতে হবে গ্রাহকদের। বাড়তি টাকা হিসাবে ১৫ টাকা এবং তার সাথে জিএসটি ধরে আলাদা চার্জ করা হবে।

Advertisements

২) এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটিএম থেকে মাসে চার বারের বেশি টাকা তোলা হলে প্রতি বার টাকা তোলার জন্য ১৫ টাকা সাথে জিএসটি বাড়তি চার্জ হিসাবে ধার্য করা হয়েছে। এসবিআই এটিএম অথবা অন্য কোন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে।

৩) সেভিংস অ্যাকাউন্টের চেক বুক ব্যবহারের ক্ষেত্রেও নিয়ম বদল করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরা প্রতি আর্থিক বছরে ১০ পাতার একটি করে চেকবুক পাবেন বিনামূল্যে। কিন্তু তার থেকে বেশি চেকবুক নিতে হলে আলাদা চার্জ দিতে হবে।

বিনামূল্যে ১০ পাতার চেকবুকের পর বাড়তি চেকবুক নেওয়ার জন্য যে চার্জ নেওয়া হবে তা সম্পর্কে বলা হয়েছে ১০ পাতার চেকবুকের জন্য ৪০ টাকা, ২৫ পাতার চেকবুকের জন্য ৭৫ টাকা, এমার্জেন্সি চেকবুকের প্রথম ১০ পাতার জন্য ৫০ টাকা এবং এই সকল চার্জের সাথে লাগু হবে জিএসটি।

৪) আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো ৩০ জুনের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিটি গ্রাহকের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। অন্যথায় সমস্ত রকম লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। যদিও প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের শেষ সময়সীমা বাড়ানো হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত, তবে এখনও ব্যাঙ্কের তরফে কিছু ঘোষণা করা হয়নি।

Advertisements