SBI গ্রাহকদের জন্য খারাপ খবর, এই সুবিধা নিলেই দিতে হবে বাড়তি চার্জ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহক হয়ে থাকেন এবং এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্যে সত্যিই খারাপ খবর দিল ব্যাঙ্ক। কারণ এবার এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই পরিষেবা নিলেই বাড়তি চার্জ দিতে হবে বলে ঘোষণা করা হলো।

Advertisements

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, তাদের যে সকল ক্রেডিট কার্ড গ্রাহকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই (EMI) ট্রানজেকশন করবেন তাদের বাড়তি চার্জ দিতে হবে। এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। নতুন এই নিয়মের ভিত্তিতে স্বাভাবিকভাবেই কপালে ভাঁজ করতে শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেই সকল ক্রেডিট কার্ড গ্রাহকদের যারা ইএমআই ট্রানজেকশন করে থাকেন

Advertisements

এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (SBICPSL) জানিয়েছে, এই নিয়ম লাগু হওয়ার পর যে সকল গ্রাহকরা ইএমআই ট্রানজেকশন করবেন তাদের প্রতিটি ট্রানজাকশনের জন্য ৯৯ টাকা করে প্রসেসিং ফি এবং তার উপর জিএসটি (GST) দিতে হবে।

এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (SBICPSL) আরও জানিয়েছে, রিটেল আউটলেটস, অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স ওয়েবসাইট সহ অন্যান্য সমস্ত ক্ষেত্র যেখানে ইএমআই ট্রানজেকশন করা হবে সব জায়গাতেই এই প্রসেসিং ফি এবং প্রসেসিং ফি’র উপর জিএসটি দিতে হবে বাড়তি চার্জ হিসাবে।

সম্প্রতি এই বাড়তি চার্জ ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের তরফ থেকে তাদের প্রতিটি ক্রেডিট কার্ড হোল্ডার গ্রাহকদের মেসেজ অথবা মেল করে এই তথ্য জানানো হয়েছে।

Advertisements