নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের Senior Citizens অর্থাৎ প্রবীণ নাগরিক গ্রাহকদের জন্য একটি সুখবর দিলো। আর এই সুখবরটি হল FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট (Fixed Deposite) সম্পর্কিত। আমাদের মতো দেশে যেখানে প্রবীণ নাগরিকরা তাদের দীর্ঘায়িত কর্মজীবন থেকে করা সঞ্চয় ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করে রেখে বাকি জীবন অতিবাহিত করার পক্ষপাতি সেই জায়গায় এই সংবাদ অবশ্যই তাদের জন্য সুখবর বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রবীণ নাগরিকদের জন্য একটি স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম আনা হয়েছিল। যে স্কিমটি প্রবীণ নাগরিকদের ডিপোজিট করার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়ে থাকে। এই স্কিমের আওতায় প্রবীণ নাগরিক পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট প্রকল্পে অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম ইন্টারেস্ট পান। স্কিম অনুযায়ী পাঁচ বছরের কম ফিক্স ডিপোজিটে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ মিলে এবং তার বেশি সময়ের জন্য ০.৮০ শতাংশ বেশি সুদ পাওয়া যায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমটি ৬০ বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের জন্য। পাশাপাশি এটি ৫ বছর অথবা তার বেশি সময়ের জন্য। এই স্কিমের আওতায় প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন।
এই স্কিমটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ ডিসেম্বর। আর সেই জায়গায় সুখবর দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমটি চালানো হবে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত। অর্থাৎ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী এই স্কিমের মেয়াদ বাড়লো আরও তিন মাস।