নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষ তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয়ের জন্য নির্ভর করেন ব্যাঙ্কের উপর। ব্যাঙ্কে জমা রাখা টাকার উপর বেশি সুদ পাওয়ার জন্য অধিকাংশ গ্রাহক তা আবার জমা করেন স্থায়ী আমানতে। এক্ষেত্রে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। কারণ দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য দু’বছরের বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী নতুন এই নিয়ম জারি হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি থেকে। নতুন এই ঘোষণা অনুযায়ী নতুন একটি রেট চার্ট অর্থাৎ তালিকা প্রকাশ করা হয়েছে।
২ থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৫.২ শতাংশ। এক্ষেত্রে সুদের হার ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।
৩ থেকে ৫ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৫.৪৫ শতাংশ। এক্ষেত্রে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে।
যে সকল ফিক্সড ডিপোজিটের মেয়াদ পাঁচ বছর থেকে ১০ বছর, সেগুলির ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৫.৫ শতাংশ। সুদের হার বাড়ানো হয়েছে ১০ বেসিস পয়েন্ট।
এই সকল সুদের হার বৃদ্ধি কেবলমাত্র দু’কোটি টাকার কম মূল্যের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফ থেকে।