নিজস্ব প্রতিবেদন : করোনাকালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য একাধিক সুযোগ সুবিধা এনে দিয়েছে। বর্তমানে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে যেমন ন্যূনতম ব্যালেন্স না রাখলেও হবে এই ঘোষণা করেছে ঠিক তেমনই আবার তারা একাধিক ক্ষেত্রে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়িয়েছে। আর এবার তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেওয়ার ঘোষণা করলো। এই টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো রকম জামানত দিতে হবে না বলেও জানিয়েছে তারা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, করোনা চিকিৎসার জন্য ব্যাঙ্ক কোনরকম জামানত ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে তাদের গ্রাহকদের। পাশাপাশি এই ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ অনেকটাই কম রাখা হয়েছে। এই ঋণ নিজের অথবা নিজের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসার জন্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা নিজেদের ঋণ পরিশোধ করার ক্ষমতা অনুযায়ী এই ঋণ পেতে পারেন। ঋণের ক্ষেত্রে ন্যূনতম মাত্রা হলো ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ মাত্রা হলো ৫ লক্ষ টাকা। যে সকল গ্রাহকরা এই ঋণ নেবেন তাদের ঋণ পরিশোধ করার জন্য ৮ শতাংশ সুদ বহন করতে হবে। ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সময়সীমা হলো পাঁচ বছর।
বর্তমানে যেভাবে দেশের বিপুল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন এবং তাদের চিকিৎসার জন্য যে বিপুল সংখ্যক অর্থ খরচ হচ্ছে সেই জায়গায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন ঘোষণা অনেকটাই স্বস্তির খবর দিয়েছে গ্রাহকদের। যেসকল পরিবারগুলির এককালীন এক ধাক্কায় এত টাকা খরচ করার ক্ষমতা নেই তারা এই ঋণ পেয়ে নিজের অথবা নিজের পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে পারবেন।