নিজস্ব প্রতিবেদন : দেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের কোটি কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে দেশের বৃহত্তম এই ব্যাংকে। যে কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনরকম পরিবর্তন আনলেই তা প্রভাব পড়ে সবচেয়ে বেশি মানুষের উপর। এছাড়াও এই ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে যা সাধারণত অন্যান্য কোন ব্যাংক দিতে পারেনা। যেমন অনেকেরই জানা নেই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৫ ধরনের সেভিংস অ্যাকাউন্ট করার অপশন রয়েছে। এই সকল বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে এমন সব সুবিধা দেওয়া হয় যা একজন গ্রাহক কল্পনাও করতে পারেন না।
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টের ক্যাটাগরিতে সবার প্রথমেই যার নাম করতে হয় সেটি হল বেসিক সেভিংস অ্যাকাউন্ট। এই ক্যাটাগরি রাখা হয়েছে দেশের নিম্ন আর্থিক শ্রেণীর মানুষদের জন্য। এই ক্যাটাগরি অনুযায়ী দেশের যেকোনো আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষ কেওয়াইসি জমা করে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টের সঙ্গে চেকের ব্যবস্থা না থাকলেও ডেবিট কার্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই ধরনের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন করতে হয় না।
২) দু’নম্বর তালিকায় রয়েছে স্মল সেভিংস অ্যাকাউন্ট। ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারেন। যাদের বৈধ কেওয়াইসি নেই তারা এই অ্যাকাউন্ট খোলার সুযোগ পান। তবে যেহেতু বৈধ কেওয়াইসি থাকে না তাই এই অ্যাকাউন্ট চালানোর ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আবার বৈধ কেওয়াইসি দিয়ে এই অ্যাকাউন্ট রেগুলার সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত করা যায়। এই অ্যাকাউন্টের জন্য মিনিমাম ব্যালেন্স মেইন্টেনের প্রয়োজন হয় না, তবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা রাখা যায়। এই অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট কার্ড দেওয়া হয়।
৩) সাধারণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় রয়েছে রেগুলার সেভিংস অ্যাকাউন্ট। এই ধরনের অ্যাকাউন্ট খোলার জন্য কেওয়াইসি সহ সমস্ত ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রয়োজন হয় এবং সব ধরনের সুবিধা রয়েছে এই অ্যাকাউন্টে। দেশের সবচেয়ে বেশি মানুষ এই অ্যাকাউন্ট ব্যবহার করেন। এই অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের মিনিমাম ব্যালেন্স মেন্টেন করতে হয় না।
৪) পড়ুয়াদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্ট হলো সেভিংস অ্যাকাউন্টস ফর মাইনর্স। এর আবার বিভিন্ন ভাগ রয়েছে যেমন পেহেলা কদম, পেহেলি উড়ান। বিভিন্ন অ্যাকাউন্টের জন্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা সর্বাধিক ১০ লক্ষ টাকা রাখতে পারবেন। তবে দৈনিক খরচ করার ক্ষেত্রে রয়েছে সীমাবদ্ধতা এবং তা হলো সর্বাধিক দু’হাজার টাকা। অন্যদিকে মাসিক ব্যালেন্স মেনটেইন করার মতো কোনো নিয়ম নেই।
৫) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি লাভজনক সেভিংস অ্যাকাউন্ট হল সেভিংস প্লাস অ্যাকাউন্ট। এর সুবিধা হল, আপনি এই অ্যাকাউন্টে ন্যূনতম একটি ব্যালান্স বেছে রাখতে পারবেন এবং সেই ব্যালেন্স যখনই পার করবে তখনই তা ফিক্সড ডিপোজিট হিসাবে গণ্য হবে এবং সেই টাকার উপর বাড়তি সুদ পাওয়া যাবে। আবার চাইলে আপনি প্রয়োজনীয় টাকা তুলতেও পারেন খুব সহজে। এক থেকে পাঁচ বছরের জন্য এই অ্যাকাউন্টে বিনিয়োগ করা যায়।