State Bank of India has been added as a new member of India International Bullion Exchange: সম্প্রতি একটি বড় ধরনের সাফল্যের চূড়ায় পৌঁছেছে ভারতীয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই এর এই সাফল্য ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই সাফল্যের সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতীয় অর্থনীতিতে। এমনই মনে করছেন ভারতীয় অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক স্তরে ট্রেডিং এর বাজারে ভারতীয় ব্যাংক হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম (SBI In International Bullion Exchange) অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম। আন্তর্জাতিক ট্রেডিং এর বাজারে ট্রেডিং বা ক্লিয়ারিং সদস্য হিসেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম (SBI In International Bullion Exchange) যুক্ত করা হয়েছে। এই প্রথমবার আন্তর্জাতিক স্তরে সোনা-রুপা ট্রেডিংয়ের ক্ষেত্রে ভারতীয় ব্যাংকের যোগদান সম্ভব হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হাত ধরে। ভারতীয়দের জন্য অত্যন্ত খুশির খবর এটি।
২০২২ সালে প্রথম আন্তর্জাতিক স্টক এক্সচেঞ্জের সূচনা হয় গুজরাটে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প সূচনা করেন। আজ থেকে প্রায় ২ বছর আগে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জ চালু হয় গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটিতে। সংক্ষেপে একে গিফট সিটি হিসেবেও সম্মোধন করা হয়। আন্তর্জাতিক স্তরে ভারতীয় আর্থিক পরিষেবা কেন্দ্র হল এই গিফট সিটি।
আরও পড়ুন ? RBI Decision about Loan: RBI-এর সিদ্ধান্তে উড়ল রাতের ঘুম! ফাঁপড়ে SBI থেকে শুরু করে সমস্ত ব্যাঙ্ক
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০২০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জ এর ঘোষণা করা হয় কেন্দ্রীয় বাজেটের সঙ্গে। সেই আন্তর্জাতিক বাজারে নিজেদের দেশের যোগদান দেশবাসীর কাছে যে অত্যন্ত গর্বের বিষয় হয়ে দাঁড়াবে তা আলাদা করে বলার কোন প্রয়োজনই পড়ে না। এই প্রথমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (SBI In International Bullion Exchange) অনুমতি দেওয়া হয়েছে নাম নথিভুক্ত করানোর। আন্তর্জাতিক স্তরে এসবিআই এর এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
বুলিয়ান শব্দের মাধ্যমে বোঝানো হয় উন্নত মানের বিশুদ্ধ সোনা রুপাকে। মূলত এই সোনা বা রুপো বা বার আকারে বা কয়েন আকারে রাখা থাকে। এই এক একটি বার বা এক একটি কয়েন কে আইনি দরপত্র হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রীয় ব্যাংক কিংবা কোন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মাধ্যমে রিজার্ভ হিসেবে ধার্য করা হয়। সারা বিশ্বে বেশ কয়েকটি বুলিয়ান বাজার রয়েছে। লন্ডনের বুলিয়ান মার্কেটে ২৪ ঘন্টাই লেনদেন চলে। এর ফলে ফিউচার এবং অপশন ট্রেডিং অনেক সহজ হয়। এখন থেকে এই তালিকায় নাম থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ারও (SBI In International Bullion Exchange)।