SBI Credit Card: এসবিআই এর এই সিদ্ধান্তে মাথায় হাত পড়ল সাধারণ মানুষের। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই খরচ বাড়ালো ক্রেডিট কার্ডের। কিন্তু সমস্ত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে গ্রাহকদের এই চার্জ দিতে হবে না। ইউটিলিটি পেমেন্টের ক্ষেত্রে এক শতাংশ বসল সারচার্জ। এসবিআই এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, গ্রাহকদের যদি বিলের অঙ্ক বেশি হয় তাহলে অতিরিক্ত টাকা লাগবে।
আগে জেনে নিতে হবে সারচার্জ কি? ক্রেডিট কার্ড সারচার্জ হল ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদানকারী গ্রাহকদের কাছে একজন ব্যবসায়ী কর্তৃক চার্জ করা একটি অতিরিক্ত ফি। এই ফি ব্যবসায়ীকে ক্রেডিট কার্ডের অর্থপ্রদান প্রক্রিয়াকরণের সাথে সম্পর্কিত খরচগুলি অফসেট করতে সাহায্য করে। যেমন ক্রেডিট কার্ড কোম্পানি এবং পেমেন্ট প্রসেসর দ্বারা চার্জ করা লেনদেন ফি। সারচার্জ সাধারণত মোট ক্রয়ের পরিমাণের একটি শতাংশ এবং চূড়ান্ত বিলে যোগ করা হয়।
এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ক্রেডিট কার্ডে সারচার্জ বসানো নিয়ে। স্টেট ব্যাঙ্ক (SBI Credit Card) এই সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। নয়া নিয়ম অনুসারে যদি ইউটিলিটি বিলের পরিমাণ ৫০ হাজার টাকা কিংবা তার ঊর্ধ্বে হয় তাহলে গ্রাহককে এক শতাংশ সারচার্জ দিতে হবে। যদি বিল এই টাকার কম হয় তাহলে এই নিয়ম কার্যকরী হবে না।
আরো পড়ুন: গরিবের জন্য এলো মুশকিল আসান, ভাড়া দিয়ে মাসে আয় করুন লাখ লাখ টাকা
বর্তমানে বেশিরভাগ মানুষ আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করে থাকে ক্রেডিট কার্ড। এসবিআইয়ের বিভিন্ন গ্রাহক বিদ্যুৎ, গ্যাস এবং জলের বিল দেওয়ার জন্য ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহার করে থাকে। ব্যাঙ্কিং পরিভাষায় এই পদ্ধতিকেই বলা হয় ইউটিলিটি বিল। এসব জিনিস বাদ দিয়ে জামাকাপড় কিংবা বৈদ্যুতিন সরঞ্জাম কিনলে বিল মেটাতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। স্টেট ব্যাঙ্ক আরো জানিয়ে দিয়েছে, এই ধরনের কেনাকাটার ক্ষেত্রে সারচার্জ নেওয়া হবে না।
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ‘অসুরক্ষিত’ অথবা আনসিকিওর্ড ক্রেডিট কার্ডের (SBI Credit Card) চার্জ বৃদ্ধি করেছে। এমাসের প্রথম থেকেই গ্রাহকদের প্রতি মাসে ৩.৭৫ শতাংশ করে চার্জ দিতে হবে। যাদের শৌর্য বা ডিফেন্স কার্ড আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই নিয়ম। এই দুই কার্ডে আগের নিয়মেই চার্জ নেবে এসবিআই।