SBI গ্রাহকদের জন্য সুখবর, কমলো ঋণের ক্ষেত্রে সুদের হার

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লকডাউনের ফলে স্লথ হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। সেই ব্যবস্থাকে সচল করতে ইতিমধ্যেই আনলক-১ পর্ব পেরিয়ে আনলক-২ পর্ব শুরু করা হয়েছে। এবার বাজারের গতি বাড়াতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক স্বল্প মেয়াদী ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়ে দিল।

মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট বা MCLR ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এই MCLR রেট দেশের মধ্যে সবচেয়ে কম স্টেট ব্যাঙ্কের। নতুন করে এই সুদের হার কমানোর সিদ্ধান্ত কার্যকর হবে ১০ই জুলাই থেকে। অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় এনিয়ে ১৪ বার MCLR রেট কমালো SBI। জুন মাসেও MCLR রেট কমানো হয়েছিল।

এই MCLR কী?

নূন্যতম যে পরিমাণ সুদ না পেলে ব্যাঙ্ক ঋণগ্ৰহীতাকে টাকা ধার দিতে পারে না, তারই নাম মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং বা MCLR।

৩ মাস পর্যন্ত মেয়াদের ঋণের ওপর SBI-এর এই নতুন সুদের হার কার্যকর হবে। তার বেশি মেয়াদের সুদের ওপর এর প্রভাব পড়বে না। এছাড়াও SBI তাদের বেস রেট কমিয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। এর ফলে ২০১৬ সালের এপ্রিলের পর যারা গৃহ ঋণ নিয়েছেন তাদের EMI কম দিতে হবে। তার আগে যারা ঋণ নিয়েছেন তাঁরা এই সুবিধা পাবেন না।

এর আগে মে মাসে MCLR ৭.৪০ শতাংশ থেকে কমিয়ে ৭.২৫ শতাংশ করা হয়েছিল। এর ফলে গৃহ ঋণ প্রকল্পে ৩০ বছরে পরিশোধ করার মেয়াদে বা সময়সীমায় ২৫ লক্ষ টাকা অবধি গৃহঋণে EMI কমেছিল বছরে প্রায় ২৫৫ টাকা।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে ভাবে স্বল্প মেয়াদী সুদ দেয় (রেপো রেট) তার ওপর ২৬৫ বেসিস পয়েন্ট বা ২.৬৫ শতাংশ পয়েন্ট ভিত্তিতে এক্সটার্নাল বেঞ্চমার্ক বেসড লেন্ডিং রেট (EBLR) মেনে চলছে SBI। সেন্ট্রাল ব্যাঙ্ক রেপো রেট কমানোয় ECLR ভিত্তিক সুদের হার ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে SBI। বর্তমানে সুদের হার কমানোর ফলে SBI-এর ECLR দাঁড়িয়েছে ৬.৬৫ শতাংশ। একইভাবে এই সময়ে SBI এর রেপো রেট ভিত্তিক সুদের হার ৪০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। গত মে মাসে RBI রেপো রেট ৪ শতাংশ নামিয়ে আনে। ২০০০ সালের পর সুদের হার এত কমাতে বাধ্য হয় আরবিআই। বিশেষ করে গ্ৰাহকদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। SBI-ও নানা সময়ে সুদের হার কমিয়ে গ্ৰাহকদের সুবিধা দেওয়ার চেষ্টা শুরু করে। গত জুন মাসে সব মেয়াদি সুদে MCLR ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমিয়েছে।