মধ্যবিত্তদের মাথায় হাত, লোনের উপর EMI বাড়াল SBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নেয় রেপো রেট বৃদ্ধি করার। এই সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে প্রথম দফায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বৃদ্ধি করে ৪০ বেসিস পয়েন্ট। রেপো রেট মে মাসে বৃদ্ধি করার পর জুন মাসে পুনরায় বৃদ্ধি করে ৫০ বেসিস পয়েন্ট। দু’দফায় রেপো রেট বৃদ্ধি করার পর বর্তমানে তা দাঁড়ায় ৪.৯০ শতাংশ।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বৃদ্ধি করার পর দেশের প্রতিটি ব্যাংক থেকে নেওয়া লোনের উপর সুদের পরিমাণ বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কা অনুযায়ী এবার ধীরে ধীরে বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের নেওয়া লোনের উপর সুদের পরিমাণ বৃদ্ধি করছে অর্থাৎ ইএমআই বেড়ে যাচ্ছে।

Advertisements

অন্যান্য ব্যাংকের মতোই এবার দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের দেওয়া লোনের উপর সুদ বাড়ালো। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক তাদের গৃহঋণের ক্ষেত্রে সুদের পরিমাণ বাড়িয়েছে ৫০ বেসিস পয়েন্ট। সুদের হার বৃদ্ধি পাওয়ার পর এই ব্যাংক বর্তমানে সর্বনিম্ন ৭.৫৫ শতাংশ হারে গৃহ ঋণ দিচ্ছে।

Advertisements

বর্তমানে গ্রাহকদের সর্বনিম্ন সুদের হার হিসাবে যে ৭.৫৫ শতাংশ সুদ গুনতে হচ্ছে, তা আগে গ্রাহকদের দিতে হতো ৭.০৫ শতাংশ সুদ। সুতরাং এক ধাক্কায় এত সুদ বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়তে শুরু করেছে মধ্যবিত্তদের। অন্যদিকে একই ভাবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে এমসিএলআর বাড়ানো হয়েছে ২০ বেসিস পয়েন্ট।

তবে শুধু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পর ইতিমধ্যেই লোনের উপর সুদের পরিমাণ বৃদ্ধি করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাংক, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাংক, কানাড়া ব্যাঙ্ক সহ অন্যান্য জনপ্রিয় ব্যাঙ্কগুলি।

Advertisements