SBI Debit Card Charges: চার্জ বেড়ে গেল SBI ডেবিট কার্ডের! এবার পকেট থেকে বাড়তি খসবে এত টাকা

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে যার নাম তালিকায় প্রথম রয়েছে তা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ৪৪ কোটির বেশি। যে কারণে এই ব্যাংকের তরফ থেকে কোন পরিবর্তন আনলেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহকদের ওপর প্রভাব পড়ে। ঠিক সেই রকমই এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৪ কোটির বেশি গ্রাহকদের ডেবিট কার্ডের (SBI Debit Card Charges) খরচ বাড়তে চলেছে।

দেশের প্রতিটি ব্যাংকেরই যে সকল গ্রাহকরা ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন তাদের প্রত্যেককেই প্রতিবছর কার্ডের রক্ষণাবেক্ষণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয়। প্রত্যেক ডেবিট কার্ডের সংস্থার পরিপ্রেক্ষিতে চার্জ বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ রুপে কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড ইত্যাদি বিভিন্ন ধরনের ডেবিট কার্ডের বিভিন্ন ধরনের চার্জ নেওয়া হয়ে থাকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে সকল গ্রাহকরা রয়েছেন তারাও এই সকল বিভিন্ন সংস্থার ডেবিট কার্ড পেয়ে থাকেন। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৪ তারিখ থেকে ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের জন্য নতুন চার্জ কার্যকর হবে। নতুন যে চার্জ কার্যকর হবে তাতে গ্রাহকদের আগের তুলনায় ৭৫ টাকা করে বেশি গুনতে হবে। ফলে এই বিপুলসংখ্যক গ্রাহকদের পকেট থেকে বাড়তি টাকা খসবে।

আরও পড়ুন 👉 SBI FD Interest: ১৩ মাসে মিলবে বড় রিটার্ন, সুযোগ দিচ্ছে SBI, হাতে সময় কম

কোন কোন ডেবিট কার্ডের জন্য কত টাকা চার্জ কাটা হবে তা সম্পর্কে যা জানানো হয়েছে তা থেকে জানা যাচ্ছে, আগে যেখানে ক্লাসিক/সিলভার/গ্লোবাল/কন্ট্যাকলেস ডেবিট কার্ড ব্যবহারকারীদের যেখানে আগে ১২৫ টাকা ও জিএসটি দিতে হতো এখন তাদের ২০০ টাকা ও জিএসটি দিতে হবে। যে সকল গ্রাহকদের যুব/গোল্ড/কম্বো ডেবিট কার্ড/মাই কার্ড কার্ড রয়েছে তাদের আগে ১৭৫ টাকা এবং জিএসটি দিতে হতো। এখন তাদের দিতে হবে ২৫০ টাকা এবং জিএসটি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সকল গ্রাহকদের প্লাটিনাম কার্ড রয়েছে তাদের আগে ২৫০ টাকা এবং জিএসটি দিতে হতো। এখন সংশোধিত চার্জ হিসাবে তাদের ৩২৫ টাকা ও জিএসটি দিতে হবে। যে সকল গ্রাহকদের কাছে প্রাইড/প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড রয়েছে তাদের থাকে রক্ষণাবেক্ষণের চার্জ হিসাবে বছরে ৩৫০ টাকা ও জিএসটি দিতে হতো। এখন ওই সকল গ্রাহকদের ৪২৫ টাকা এবং জিএসটি দিতে হবে।