SBI গ্রাহকদের জন্য সুখবর, FD তে বাড়ানো হলো সুদের হার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের ক্রমাগত মুদ্রাস্ফীতি বেড়ে চলা ঠেকানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। একাধিকবার এই রেপো রেট বৃদ্ধি করার ফলে বর্তমানে তা দাঁড়িয়েছে ৫.৯০ শতাংশ। শেষবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করে ৩০ সেপ্টেম্বর। এবার রেপো রেট বৃদ্ধি করা হয় ৫০ বেসিস পয়েন্ট।

Advertisements

একাধিকবার রেপো রেট বৃদ্ধি করার ফলে ব্যাঙ্কের ব্যাংকের আর্থিক লেনদেনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন এসেছে। এই সকল পরিবর্তনের মধ্যে লোনের উপর সুদের হার যেমন বৃদ্ধি পেতে শুরু করেছে ঠিক তেমনি আবার ফিক্সড ডিপোজিট অর্থাৎ স্থায়ী আমানতে সঞ্চয়ের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি পাচ্ছে। সেরকমই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির ঘোষণা করল।

Advertisements

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ১৫ অক্টোবর থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। বিভিন্ন সময়সীমার ওপর আমানতের ক্ষেত্রে ১০ থেকে ২০ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করা হয়েছে। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে সুদের হার বৃদ্ধি করার ঘোষণার পর এই নিয়ে পরপর দু’মাস সুদের হার বৃদ্ধি করা হলো।

Advertisements

৭ দিন থেকে ৪৫ দিনের FD-তে সুদের হার ২.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৩.০০ শতাংশ করা হয়েছে৷ ৪৬ দিন থেকে ১৭৯ দিনের FD-তে সুদের হার ৩.৯০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪.০০ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিনের FD-র ক্ষেত্রে সুদের হার বেড়ে হয়েছে ৪.৬৫ শতাংশ। ২১১ দিন থেকে এক বছরের কম FD-র ক্ষেত্রে সুদের হার ৪.৬০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪.৭০ শতাংশ।

১ বছর থেকে ২ বছরের কম মেয়াদের ক্ষেত্রে FD-এর সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ৫.৬০ শতাংশ করা হয়েছে। ২ থেকে ৩ বছরের FD-র ক্ষেত্রে সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৬৫ শতাংশ করা হয়েছে। ৩ বছর থেকে ৫ বছরের FD-তে সুদের হার ৫.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৮০ শতাংশ করা হয়েছে। ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত FD-তে নতুন সুদের হার করা হয়েছে ৫.৮৫ শতাংশ।

Advertisements