নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তাদের মারজিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট বৃদ্ধি করল। সোমবার থেকে এই রেট বৃদ্ধি করা হয়েছে। নতুন হার কার্যকর করা হয় গত ১৫ এপ্রিল। তবে সোমবার থেকে এর প্রভাব পড়তে শুরু করার কারণে বেড়ে গেল বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদের নেওয়া ঋণের সুদের পরিমাণ।
এই রেট পরিবর্তন হওয়ার কারণে সেই সকল গ্রাহকদের উপর প্রভাব পড়বে যারা বাড়ি-গাড়ি অথবা অন্যান্য কোন ক্ষেত্রে ঋণ নিয়েছেন। এই সকল ক্ষেত্রে ইএমআই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রেপো রেট এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে প্রতিমাসে এমসিএলআর পরিবর্তন করে থাকে ব্যাঙ্ক।
সম্প্রতি ব্যাঙ্কের তরফ থেকে এই এমসিএলআর বৃদ্ধি করা হয়েছে ১০ বেসিস পয়েন্ট। যার ফলে এক মাস এবং তিন মাসের জন্য এমসিএলআর বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৫ শতাংশ, যা আগে ছিল ৬.৬৫ শতাংশ। ছয় মাসের জন্য এই এমসিএলআর বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৫ শতাংশ। এক বছরের জন্য এই এমসিএলআর ৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭.১০ শতাংশ।
একইভাবে দু’বছর এবং তিন বছরের জন্য এমসিএলআর বৃদ্ধি পেয়েছে। দু’বছরের জন্য এমসিএলআর বেড়ে দাঁড়িয়েছে ৭.৩০ শতাংশ, যা আগে ছিল ৭.২০ শতাংশ। তিন বছরের জন্য এই এমসিএলআর বৃদ্ধি পেয়ে করা হয়েছে ৭.৪০ শতাংশ, যা আগে ছিল ৭.৩০ শতাংশ।
তবে শুধু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, এর আগে এমন এমসিএলআর বৃদ্ধি করেছিল ব্যাঙ্ক অফ বরোদা। গত ১২ এপ্রিল থেকে তারা নতুন এমসিএলআর জারি করেছে। ওই ব্যাঙ্কের এমসিএলআর বৃদ্ধি করে করা হয়েছে ৭.৩৫ শতাংশ।