লোনের উপর ফের সুদের হার বৃদ্ধি করলো SBI, গুনতে হবে বেশি টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংকের দেশজুড়ে কয়েক কোটি গ্রাহক রয়েছে। তবে এবার এই সকল গ্রাহকদের জন্য খারাপ খবর দিলো এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যাংকের তরফ থেকে ফের লোনের উপর সুদের হার বৃদ্ধি করা হলো। এর ফলে লোনের উপর সুদ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের আরও বেশি টাকা গুনতে হবে।

Advertisements

রাষ্ট্রায়াত্ত এই ব্যাংক ফের একবার লোনের উপর সুদের ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট MCLR বৃদ্ধি করেছে। নতুন এই সুদের হার কার্যকর হয়েছে গত রবিবার অর্থাৎ ১৫ মে থেকে। এই নিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক গত দু’মাসে দু’বার MCLR বৃদ্ধি করল। এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া MCLR বৃদ্ধি করেছিল এপ্রিল মাসে।

Advertisements

নতুন করে লোনের উপর সুদের হার বৃদ্ধি করার ফলে এক মাস, তিন মাসের ক্ষেত্রে ৬.৭৫% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.৮৫%। ৬ মাসের ক্ষেত্রে নতুন MCLR হয়েছে ৭.১৫%, একবছরে MCLR হয়েছে ৭.২০%, ২ বছরের ক্ষেত্রে MCLR রয়েছে ৭.৪০% ও ৩ বছরের ক্ষেত্রে MCLR রয়েছে ৭.৫০%।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের ফলে সেই সকল গ্রাহকদের উপর চাপ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে যারা ইতিমধ্যেই ব্যাংক থেকে হোম লোন, কার লোন, পার্সোনাল লোন ইত্যাদি নিয়েছেন। তাদের ইএমআই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পরপর দু’বার এইভাবে এমসিএলআর বৃদ্ধি করার ফলে বর্তমানে মাত্র দু’মাসে ২০ বেসিস পয়েন্ট এমসিএলআর বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নতুন করে লোনের উপর সুদের হার বৃদ্ধি পেলে বাড়তি চাপ পড়বে মধ্যবিত্ত পরিবারগুলিতে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এইভাবে এমসিএলআর বৃদ্ধি করার কারণ হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বৃদ্ধি করা। গত কয়েকদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করে। তাদের রেপো রেট বর্তমানে ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪.৪০ শতাংশ। এই রেপো রেট বৃদ্ধি করার ফলে শুধু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়, অন্যান্য ব্যাঙ্কগুলিও লোনের উপর সুদের হার বৃদ্ধি করেছে।

Advertisements