SBI introduced new methods of balance checking: ভারতের সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবথেকে বড় সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কয়েক কোটি গ্রাহক রয়েছে এই ব্যাংকের আওতায়। এসবিআই সবসময় তার গ্রাহকদের জন্য উন্নত পরিষেবা প্রদানে আগ্রহী। এই চিন্তাধারা থেকেই নতুন পরিকল্পনা নিয়ে এসেছে এসবিআই। অনেক সময় গ্রাহকদের শুধুমাত্র ব্যালেন্স জানার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। ফলে সময়ের অভাবে অনেক গ্রাহক সময়মতো জানতেও পারেন না তার ব্যাংকে ঠিক কত টাকা রয়েছে। এই সমস্যা সমাধানে উদ্যোগী এসবিআই। এখন ঘরে বসে সহজ পদ্ধতিতে জেনে নেওয়া যাবে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ (Balance Checking Methods)।
এখন থেকে অ্যকাউন্টের ব্যালেন্স চেক (Balance Checking Methods) করা যাবে একাধিক উপায়ে। আপনি চাইলে ঘরে বসে মোবাইলে এসএমএস বা কলের মাধ্যমেও জানতে পারেন ব্যালেন্স। এছাড়া নেট ব্যাঙ্কিং এর ক্ষেত্রেও রয়েছে একাধিক সুবিধা। পাস বইয়ের মাধ্যমেও চেক করা যায় অ্যাকাউন্ট ডিটেলস। আপনি চাইলে অফলাইনেও জানতে পারেন কিন্তু সেটা সময় সাপেক্ষ। কম সময় কাজটা করে নিতে চাইলে অফলাইন পদ্ধতির পরিবর্তে নেট ব্যাঙ্কিং অথবা এসএমএস, হোয়াটসঅ্যাপ এই ধরনের পদ্ধতিগুলোকে অবলম্বন করতে পারেন গ্রাহকরা। ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা বা হয়রানির শিকার হতে হবে না আর কোন গ্রাহককে।
ঘরে বসে ব্যালেন্স চেক করার জন্য একাধিক পদ্ধতি নিয়ে এসেছে এসবিআই। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিগুলি কি কি?
1. মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে রয়েছে ইয়োনো অ্যাপের পরিষেবা। প্রথমে এই অ্যাপটিতে লগইন করতে হয়। তারপর ওটিপি কিংবা এমপিন এর মাধ্যমে খুব সহজে জেনে নেওয়া যায় ব্যালেন্সের ডিটেলস। এর জন্য বাইরে যাবার প্রয়োজন নেই। ঘরে বসে নিজের মোবাইলেই করতে পারবেন কাজটি। ইয়োনো অ্যাপৈ লগইন করা যায় ইন্টারনেট ব্যাংকিং ক্রেডেনশিয়াল দিয়েও। অ্যাপটিতে লগইন করার পর ব্যালেন্স অপশনে ক্লিক করলেই সব তথ্য জানা যাবে।
2. ইউপিআই পেমেন্টের জন্য ব্যবহার করা হয় ভীম এসবিআই পে অ্যাপ। এই অ্যাপটির সাহায্যেও চেক করা যায় ব্যালেন্স ডিটেলস (Balance Checking Methods)। এই অ্যাপটি শুধুমাত্র পেমেন্ট নয়, টাকা জমানোর জন্যও ব্যবহার করা যায়।
3. ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও জানা যাবে অ্যাকাউন্ট ব্যালেন্স। এর জন্য প্রয়োজন অ্যাকাউন্টের নির্দিষ্ট পাসওয়ার্ড ও আইডি। মাই অ্যাকাউন্টে গিয়ে চেক করে যায় এই ব্যালেন্স।
4. হোয়াটস অ্যাপের মাধ্যমেও চেক করতে পারেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স (Balance Checking Methods)। এস বি আই এর জন্য নির্দিষ্ট হোয়াটস অ্যাপ নাম্বারটি হল ৯০২২৬৯০২২৬। এই নম্বরটি নিজেদের ফোনে সেভ করে রেজিস্টার মোবাইল নম্বর থেকে হায় লিখে পাঠালে জানা যাবে ব্যালেন্স ডিটেলস। হোয়াটসঅ্যাপে আসা নির্দেশনা অনুসরণ করতে হবে গ্রাহককে।
আরও পড়ুন ? SBI Home Loan: SBI-এ হোম লোন রয়েছে! এবার গুণতে হবে বেশি EMI, খারাপ খবর শোনালো ব্যাঙ্ক
5. আপনি চাইলে এসএমএসের মাধ্যমেও জেনে নিতে পারেন অ্যাকাউন্ট ব্যালেন্স। এসএমএসের জন্য নির্দিষ্ট মোবাইল নম্বরটি হল ০৯২২৩৭৬৬৬৬৬। আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে এই নম্বরে বিএএল লিখে পাঠালেই ব্যালেন্স ডিটেলস আপনার ফোনে এসএমএসের মাধ্যমে পাঠাবে এসবিআই।
6. আপনি চাইলে টোল ফ্রি নম্বরে কল করেও অ্যাকাউন্টের ব্যালেন্স (Balance Checking Methods) জানতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই নিজের রেজিস্টার নম্বর থেকেই কল করতে হবে টোল ফ্রি নাম্বারে। টোল ফ্রি নম্বর আপনি ইন্টারনেটে এসবিআই এর অফিশিয়াল সাইটে পেয়ে যাবেন।
7. আপনার সাথে যদি একেবারেই প্রযুক্তির কোন রকম সম্পর্ক না থেকে থাকে, তাহলে আপনি সরাসরি ব্যাংকের পাস বই নিয়ে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখান থেকেও জেনে আসতে পারবেন অ্যাকাউন্টের ব্যালেন্স ডিটেলস। কিন্তু এই পদ্ধতিটি একটু সময় সাপেক্ষ। আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হতে পারে।