SBI গ্রাহকদের ATM থেকে টাকা তোলার নিয়মে বদল আনলো কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১লা জুলাই থেকে এটিএম পরিষেবায় টাকা তোলার ক্ষেত্রে চালু করেছে নতুন নিয়ম। তিন মাসের যে বিশেষ ছাড় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত দিয়েছিল তা আর পাওয়া যাবে না। সেই সঙ্গে এই বিশেষ সুবিধা না বাড়ানোরও কথা বলা হয়েছে।

করোনা মহামারীর কারণে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI এটিএম এবং অন্যান্য ব্যাঙ্কের এটিএমগুলিতে অতিরিক্ত টাকা লেনদেনের ব্যবহারের ক্ষেত্রে মূল্য না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। জুন মাসের ৩০ তারিখের পর থেকে এই বিশেষ সুবিধা আর পাওয়া যাবে না। এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।
SBI এটিএম থেকে নতুন নিয়মে সর্বাধিক কত টাকা তোলা যাবে। চার্জ হিসাবে কাটা যাবে কত টাকা তার নির্দেশাবলী…..

১. অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা পর্যন্ত নূন্যতম মাসিক সঞ্চয় আছে এমন ব্যক্তি এসবিআই এটিএম থেকে ৩ বার ও অনান্য এটিএম থেকে ৫ বার কোন চার্জ ছাড়া বা ফ্রিতে টাকা তুলতে পারবেন। দেশের ৬ টি মেট্রো শহর মুম্বই, নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালুরু, কলকাতা মুম্বাই ও হায়দ্রাবাদ থেকে।

মেট্রো নয় এমন এলাকা থেকে ফ্রিতে ৫ বার এসবিআই ও ৫ বার অনান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবে।

২. SBI গ্রাহক যাদের ২৫,০০০ থেকে ৫০,০০০ পর্যন্ত ব্যাঙ্কে আমানত আছে এমন ব্যক্তি মাসে ৮ বার অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। মেট্রো শহরে ৩ বার, মেট্রো শহর নয় এমন এলাকায় ৫ বার।

৩. ২৫,০০০ টাকার ওপরে বেশি সঞ্চয় আছে সেভিংস অ্যাকাউন্টে এমন SBI গ্ৰাহকরা যতবার খুশি টাকা তুলতে পারবেন স্টেট ব্যাঙ্ক গ্ৰুপের এটিএম থেকে।

৪. যে সব SBI গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে ৫০,০০০ থেকে ১,০০,০০০ ওপর সঞ্চয় আছে তাঁরা অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৮ বার ফ্রিতে টাকা তুলতে পারবেন।
মেট্রো শহরে ৩ বার, মেট্রো শহর নয় এমন এলাকায় ৫ বার।

৫. SBI অ্যাকাউন্টের যে সব গ্ৰাহকদের সেভিংসে ১,০০,০০০ ওপরে সঞ্চয় আছে তাঁরা SBI এটিএম ও অনান্য ব্যাঙ্কের এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন।

৬. ১০ প্লাস জিএসটি থেকে ২০ প্লাস জিএসটিতে যে নির্দেশ সীমা দেওয়া আছে তার বাড়তি অর্থনৈতিক লেনদেন হলে SBI এবার থেকে চার্জ নেবে।

৭. ৫ প্লাস থেকে ৮ প্লাস GST এর ক্ষেত্রে কোন বাড়িত অর্থনৈতিক বা অর্থনৈতিক সংক্রান্ত নয় এমন লেনদেনের ক্ষেত্রে SBI চার্জ নেবে।

৮. যথেষ্ট পরিমাণ সঞ্চয় সেভিংসে না থাকার কারণে অর্থনৈতিক লেনদেন বাতিল হয়ে গেলে ২০ প্লাস GST ব্যাঙ্ক চার্জ হিসাবে কেটে নেবে।

৯. এটিএম থেকে ব্যাঙ্কের শাখাগুলিতে একপাক্ষিক বিনিময় করার ছাড় দেবে SBI।
এর অর্থ গ্ৰাহকরা ১০ বার ঋণমুক্ত লেনদেন করতে পারবেন। ৬ টি মেট্রো শহরের এসবিআই এটিএম থেকে এবং ১২ বার ঋণমুক্ত লেনদেন করতে পারবেন অনান্য এটিএম থেকে। যদি অনান্য ব্যাঙ্কের এটিএম ও শাখা থেকে লেনদেন না হয়।

১০. সমস্ত ধরনের বেতন অর্থাৎ স্যালারি অ্যাকাউন্টগুলি থেকে সব জায়গার যতবার খুশি লেনদেন করা যাবে SBI এটিএম ও অনান্য ব্যাঙ্কের এটিএম থেকে।