নিজস্ব প্রতিবেদন : সামনেই পুজো। আর এই উৎসবের মুহুর্তে পরিবারের সকলের জন্য কেনাকাটা করাটা খুব জরুরী। কিন্তু বর্তমান করোনাকালে দেশের অধিকাংশ মানুষ আর্থিক দুরবস্থা মধ্য দিয়ে পার হচ্ছেন। আর এমত অবস্থায় গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে কেনাকাটা অর্থের উপর EMI দেওয়ার মত সুবিধা তুলে ধরা হলো।
এযাবৎ যেকোনো ধরনের কেনাকাটার উপর EMI পাওয়া যেত Credit কার্ডের ক্ষেত্রে। তবে এবার তাদের ঘোষণা অনুযায়ী Debit কার্ডের মাধ্যমে অনলাইন অথবা দোকানে জিনিস কেনাকাটার উপর EMI দেওয়ার ঘোষণা করা হলো। তবে এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে আপাতত বিশেষ কিছু গ্রাহকদের এই সুবিধা দেওয়া হচ্ছে। সুতরাং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই ঘোষণা অনুযায়ী ব্যাঙ্কের বিশেষ কিছু গ্রাহকরা Credit কার্ড ছাড়াও Debit কার্ডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রেও EMI এর সুবিধা উপলব্ধ করতে পারবেন।
কোন গ্রাহকরা Debit কার্ডে কেনাকাটায় EMI এর সুবিধা পাবেন?
এবিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে প্রি-অ্যাপ্রুভড গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রি-অ্যাপ্রুভড এই গ্রাহকরা ই-কমার্স সংস্থা অ্যামাজন (amazon), ফ্লিপকার্ট (Flipkart) ইত্যাদি থেকে কেনাকাটায় এই সুবিধা পাবেন। এর পাশাপাশি এই সকল প্রি-অ্যাপ্রুভড গ্রাহকরা কোন দোকান থেকে Debit কার্ড সোয়াইপ করে কেনাকাটার ক্ষেত্রেও EMI এর সুবিধা পেতে পারেন।
EMI-এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কমপক্ষে এককালীন ৮০০০ টাকার কেনাকাটা করতে হবে। আর সেই টাকা ৬,৯,১২,১৮ এই হিসাবে মাসের ভিত্তিতে পরিশোধ করা যেতে পারে। টাকা পরিশোধ করার সময়সীমা হিসাবে সুদ ধার্য করা হবে।
আপনি এই সুবিধা পাবেন কিনা কিভাবে বুঝবেন?
Let your Debit Card give you joy on-the-go and EMI on-the-spot!
Know more about EMIs on SBI Debit card today: https://t.co/OfXmZXXcZG#SwipeUpWithSBI #DebitCard #EMI #DebitCardEMI pic.twitter.com/P6hMaembfz— State Bank of India (@TheOfficialSBI) October 6, 2020
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ঘোষণায় যেহেতু বলা হয়েছে এই সুবিধা প্রি-অ্যাপ্রুভড গ্রাহকরা পাবেন, সেক্ষেত্রে আপনি এই সুবিধা পাচ্ছেন কিনা তা জানার জন্য আপনাকে একটি এসএমএস (SMS) করতে হবে। ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে থাকার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘DCEMI’ লিখে পাঠাতে হবে ৫৬৭৬৭৬ নম্বরে। যার পরেই ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আপনি এই সুবিধা পাবেন কিনা।