SBI গ্রাহকদের জন্য খারাপ খবর, কমে যাচ্ছে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য এই মুহূর্তে সব থেকে খারাপ খবর। কমতে চলেছে তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে যখন লকডাউন জারি হয় তখন থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধা প্রদান করে। যাতে গ্রাহকদের মুখে হাসি ফুটতে শুরু করে, কিন্তু এদিনের সুদের হার সম্পর্কিত খবরে সেই সকল হাসি একধাক্কায় চাপা পড়ে গেল।

Advertisements

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের অ্যাকাউন্টে সুদের হার কমাচ্ছে ২৫ বেসিস পয়েন্ট। আর এই নয়া নিয়ম চালু হবে আগামী ১৫ই এপ্রিল থেকে। নয়া নিয়ম চালু হয়ে যাওয়ার পর গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে রাখা অর্থে বার্ষিক সুদ পাবেন ২.৭৫ শতাংশ। এছাড়াও তারা সুদের হার কমাচ্ছে মার্জিন্যাল কস্ট বেসড লেন্ডিং রেট (এমসিএলআর)-এর ক্ষেত্রেও। যেকোনো মেয়াদের ক্ষেত্রেই তারা সুদ কমাচ্ছে ৩৫ বেসিস পয়েন্ট। এই ক্ষেত্রে বলে রাখা ভালো ১ বেসিস পয়েন্ট সমান হলো ০.০১ শতাংশ।

Advertisements

এমসিএলআর-এর ক্ষেত্রে সুদের হার কমছে আগামী ১০ই এপ্রিল থেকে। আগে এক বছরের মেয়েদের ক্ষেত্রে ৭.৭৫% সুদ পাওয়া যেত। সেখানে এবার সুদ পাওয়া যাবে ৭.৪০%। ২০১৯-২০ আর্থিক বর্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিয়ে এমসিএলআর-এ ১১ বার সুদের হার কমালো। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে বার্ষিক সুদ পাওয়া যেত ৩%। এখন সেই সুদ পাওয়া যাবে ২.৭৫% হারে। এক্ষেত্রে এক লক্ষ টাকা বা তার বেশি থাকলেও একই সুদ পাওয়া যাবে।

তবে বর্তমান পরিস্থিতিতে যখন একদিকে করোনা প্রকোপ, যখন দেশজুড়ে চলছে লকডাউন। যখন আমজনতার পকেট টান পড়ছে ঠিক তখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সুদের হার কমানোর এমন ঘোষণায় মাথায় হাত পড়েছে গ্রাহকদের।

Advertisements