নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বাধীনতা দিবসের মাসে তাদের গ্রাহকদের জোড়া সুখবর দিল। আর এই জোড়া সুখবরের দৌলতে উপকৃত হবেন দেশের কোটি কোটি আমানতকারী। জোড়া এই সুখবরের কথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে টুইট করে গ্রাহকদের জানানো হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী প্রথম সুখবর সম্পর্কে জানা গিয়েছে, এবার থেকে আর তাদের গ্রাহকদের মিনিমাম ব্যালেন্স মেন্টেন করতে হবে না। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে এর আগে পর্যন্ত মিনিমাম ব্যালেন্স না থাকলে গ্রাহকদের জরিমানা দিতে হতো ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। সেই চাপ থেকে এবার মুক্ত হচ্ছেন গ্রাহকরা। অর্থাৎ এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা এখন থেকে নিজেদের অ্যাকাউন্টে ব্যালেন্স রাখার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন।
দ্বিতীয় সুখবরটি হলো, ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড থাকা গ্রাহকদের মোবাইল নম্বরে আগে তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এসএমএস পরিষেবার জন্য চার্জ করা হতো। এখন থেকে আর সেই চার্জ করা হবে না। অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসএমএসের জন্য যে চার্জ নেওয়া হতো তা এখন থেকে তুলে দেওয়া হল।
Good news for SBI Savings Account holders! Now you don't have to pay charges for SMS service and non-maintenance of monthly average balance. #SavingsAccount #SMSCharges #MAB #SBI #StateBankOfIndia pic.twitter.com/v3IcqzcsUh
— State Bank of India (@TheOfficialSBI) August 18, 2020
আর এই দুটি সুখবর সম্পর্কে এসবিআই টুইট করে জানিয়েছে, “এসবিআইয়ে সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য সুখবর। এখন আপনাদের এসএমএস পরিষেবার জন্য কোন চার্জ দিতে হবে না। পাশাপাশি ন্যূনতম মাসিক গড় ব্যালেন্স না রাখার জন্য জরিমানাও দিতে হবে না।”
এর পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, তাদের ব্যাঙ্কের যে সকল গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার বেশি রাখেন তারা যেকোনো এটিএম থেকে বিনামূল্যে যতবার খুশি লেনদেন করতে পারবেন।