SBSTC is giving an offer on bus fare tickets to North Bengal: গরমে যখন নাজেহাল অবস্থা তখন ছুটি কাটানোর জন্য সকলেরই প্রথম পছন্দ উত্তরের পাহাড়ি এলাকা। স্কুলগুলোতে গরমের ছুটিও চলছে এখনো। এর মাঝে কটাদিন শান্তিতে কাটিয়ে আসতে মন চাইছে প্রায় সকলেরই। হাওড়া বা শিয়ালদা থেকে শিলিগুড়ি স্টেশনে নামতে পারলেই হলো। সেখান থেকে যেদিকে খুশি চলে যাওয়া যাবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই সময় আগে থেকে টিকিট বুকিং করা না থাকলে টিকিট পাওয়া নিয়ে সমস্যায় পড়ছেন যাত্রীরা। তৎকালে টিকিট কাটার চেষ্টা করলেও একজন বা দুজনের জন্য হয়তো পাওয়া যেতে পারে। কিন্তু পুরো পরিবারের জন্য টিকিট কাটতে চাইলে তাও পাওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধান করতে উদ্যোগী এসবিএসটিসি (SBSTC Tickets Offer)।
ট্রেনের টিকিট না পাওয়া গেলে একমাত্র ভরসা বাস। চাহিদা লক্ষ্য করে বাসের ভাড়া বেড়ে গেছে হঠাৎ করে। একটি টিকিটের দাম ১৫০০ থেকে ২২০০ টাকা হয়েছে ভলভো সিটারের ক্ষেত্রে। এসি বাসের ভাড়া সে তো আকাশ ছোঁয়া। ২৭০০ থেকে ৩ হাজার টাকা দাম একটি টিকিটের। তাহলে মধ্যবিত্ত পর্যটকদের জন্য কি উপায় হবে? এই সমস্যা সমাধান করতে এগিয়ে এসেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC Tickets Offer)। পর্যটকদের কম দামে ভালো পরিষেবা দেবার চেষ্টা করছে তারা। নিশ্চিন্তে ব্যাগ গুছিয়ে ফেলতে পারেন, ভাড়া হবে আপনার সাধ্যের মধ্যেই।
এসবিএসটিসি লাক্সারি বাসগুলিতে দুর্গাপুর থেকে শিলিগুড়ি যাবার জন্য ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ৮১০ টাকা। নন এসি বাস হলে তার ভাড়া আরো কম, মাত্র ৪৫৫ টাকা। কলকাতা শিলিগুড়ি এসবিএসটিসি বাসগুলিতেও ভাড়া (SBSTC Tickets Offer) কমানো হয়েছে অনেকটাই। কলকাতা থেকে শিলিগুড়ি রুটে, ভলভো সিটারের ভাড়া রাখা হয়েছে মাত্র ১২৯০ টাকা। নন এসি বাস হলে তার ভাড়াও ৪৫৫ টাকা। প্রতিদিন প্রায় ১০ টি ভলভো বাস দুর্গাপুর থেকে শিলিগুড়ি রুটে যাতায়াত করছে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান বলেন, গরমকালে সবাই একটু পাহাড়ি এলাকায় ঘুরতে যেতে চায়। তাই সুযোগ বুঝে বাসের ভাড়া অনেকটাই বাড়িয়ে দিয়েছে বেসরকারি সংস্থাগুলি। কিন্তু পর্যটকদের সুবিধা ও অসুবিধার কথা মাথায় রেখেই বাসের ভাড়া নির্ধারণ করেছেন তারা।
আরও পড়ুন ? Murutbaha Eco Park: ঠিক যেন একটুকরো মেঘালয়! বাঁকুড়ায় পাহাড়ের কোলে ভিড় বাড়ছে এই পার্কে
শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে সস্তায় বাস পরিষেবা (SBSTC Tickets Offer)। উত্তরবঙ্গের বাসগুলি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। প্রতিদিন সকাল ৫ টার সময় মালদা ডিপো থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে একটি বাস ছাড়ছে। শিলিগুড়ি পৌঁছাবে দুপুর ১২ টার সময়। আবার ফারাক্কা ডিপো থেকে সাড়ে ৫ টার সময় একটি বাস ছাড়ছে। এই বাসটির শিলিগুড়ি পৌঁছতে একটু বেলা হয়ে যাবে। পরদিন সকালে আবার শিলিগুড়ি ডিপো থেকে ফারাক্কা ডিপোর উদ্দেশ্যে রওনা দেবে বাসটি।
উত্তরবঙ্গের এই বাসগুলির ভাড়াও যথেষ্ট কম। ফারাক্কা থেকে শিলিগুড়ি রুটে যে বাসটি চলছে তার ভাড়া মাত্র ২২৫ টাকা। এবং মালদা থেকে শিলিগুড়ি রুটে চলা বাসটির ভাড়া মাত্র ১৯৭ টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বাসগুলির ভাড়া যেমন কম তেমনি কম সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। সব শ্রেণীর যাত্রীর কথা মাথায় রেখে এমন উদ্যোগ নিয়েছে কতৃপক্ষ। বাসগুলির যাত্রা বেশ আরামদায়ক। একবার শিলিগুড়ি পৌঁছতে পারলে সেখান থেকে চলে যাওয়া যায় অনেক জায়গায়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া খুবই সোজা। বাসে গেলে খরচ হবে মাত্র ৯০ থেকে ১০০ টাকা। কিন্তু শেয়ারিং গাড়িগুলোতে গেলে খরচ হবে একটু বেশি। ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া লাগতে পারে। অর্থাৎ সরকারি বাসে করে ঘুরতে গেলে অনেক কম খরচে ভ্রমণ অভিজ্ঞতা দিতে পারবে সরকার।