SBSTC New Buses: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সম্প্রতি কিনেছে ১৬০ টি নতুন বাস। এই কারণে রাজ্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ৪১ কোটি টাকা। টেন্ডারের মাধ্যমে কেনা হয়েছে এই নতুন বাস। এর মধ্যে আসানসোল ও দুর্গাপুরের জন্য কেনা হচ্ছে ১৫টি সিএনজি চালিত বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দুর্গাপুরে চলাচলের জন্য কিনছে দুটি ইলেকট্রিক বাস। এসবিএসটিসি–র চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানিয়েছেন, বর্তমানে গণপরিবহন থেকে আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আসানসোল-দুর্গাপুর রুটে যে ১৫টি সিএনজি চালিত বাস চলাচল করবে, তার জন্য দুর্গাপুর, আসানসোল, আরামবাগ, বর্ধমানে নিজস্ব সিএনজি কেন্দ্র গড়ে তুলেছে এসবিএসটিসি।
রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে, বর্ধমানে আউটসোর্সিং করে এমন একটি কেন্দ্র তৈরি করা হবে। এমনকি চার্জিং স্টেশন পর্যন্ত তৈরি হচ্ছে দুর্গাপুরের দুটি ইলেকট্রিক বাসের জন্যও। শুধুমাত্র দুর্গাপুরে যে চার্জিং স্টেশন তৈরি হবে তা কিন্তু নয় পাশাপাশি তৈরি হচ্ছে আসানসোলের কালিপাহাড়িতেও। তিনি আরো বলেছেন যে, আসানসোল-দুর্গাপুর রুটে বাসগুলি (SBSTC New Buses) চলবে কল্যাণেশ্বরী, দিশেরগড়, চিত্তরঞ্জন, জামুড়িয়া হয়ে। এই রূপ দিয়ে যাতায়াত করলে যাত্রীও ভালো পাওয়া যাবে। এছাড়া পরিকল্পনা নেওয়া হয়েছে যে, আসানসোল থেকে ঝাড়খণ্ডের বোকারো ও দুর্গাপুর থেকে দেওঘরে বাস চালানো হবে।
দুর্গাপুর থেকে বাঁকুড়ার খাতড়া হয়ে পুরুলিয়ার বান্দোয়ান পর্যন্ত নতুন বাস (SBSTC New Buses) পরিষেবা চালু হবে আগামী ১২ ই ডিসেম্বর। এসবিএসটিসি–র চেয়ারম্যান বলেছেন যে, চেষ্টা করা হচ্ছে জঙ্গলমহল এলাকাও যাতে এই পরিবহন ব্যবস্থার আওতায় আসে। পূর্বতন পরিবহণমন্ত্রীর সময়ে বিভিন্ন রুটের ১৯২টি বাস বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। বাসগুলো তেলের দাম এখনো পর্যন্ত সরকারকে দিতে হয়। তবে তিনি বলেছেন দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সর্বদাই চেষ্টা করেছেন ১৯২টি রুটের বাসের নিয়ন্ত্রণ হাতে নিতে।
আগের তুলনায় আয় কিলোমিটার প্রতি ৩০ থেকে ৩২ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি আরো জানান যে, এই প্রথম দু’টি নতুন এসি বাস (SBSTC New Buses) বাঁকুড়া এবং শিলিগুড়ির মধ্যে চলবে। শুধুমাত্র রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারও গণপরিবহন ব্যবস্থায় জোর দিচ্ছে। প্রশাসন নড়েচড়ে বসেছে কারণ সাধারণ মানুষ অভিযোগ করছেন রাস্তায় গণপরিবহনের সংখ্যা কমে যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, পরিবহণ পরিষেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ৩০০ নতুন বাস রাস্তায় নামানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।
বড় সংখ্যায় বাস রাস্তায় নামবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের মাধ্যমে বাসগুলি রাস্তায় নামবে। এই তিনটি নিগম রাজ্যের মধ্যে বাস সমানভাবে বন্টন করে দেবে। শীঘ্রই রাস্তায় নামতে চলেছে এই বাস। কলকাতায় ও পাশ্ববর্তী জেলায় বেসরকারি বাস এখন কমছে। নতুনভাবে কোন সরকারি বাস এখনো রাস্তায় নামেনি। সেজন্য যাত্রী ভোগান্তি চলছেই। গণপরিবহন বিধানসভা ভোটে একটা বড় ইস্যু হতে পারে এই কথা মাথায় রেখে আরো কঠোরভাবে জোর দিচ্ছে রাজ্য সরকার।