Vande Bharat Schedule: নতুন বর্ষের শুরুতেই বদলে যাচ্ছে বন্দে ভারতের সময়সূচি, দেখে নিন একনজরে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Schedule: ভারতীয় রেল হল দেশের মেরুদন্ড, কারণ দেশের একাধিক পরিবহন ব্যবস্থার মধ্যে সবথেকে বৃহত্তম হল এটি। সারা দেশে শিরা-উপশিরার মত ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। দেশের যে কোন প্রান্তে স্বল্প খরচে পৌঁছে যাওয়া যাবে ভারতীয় রেলের মাধ্যমে। সম্প্রতি ভারতীয় রেল অত্যাধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে পরিষেবার ক্ষেত্রেও আনছে বিরাট পরিবর্তন। দ্রুতগামী ট্রেন থেকে শুরু করে একাধিক পরিষেবা দিচ্ছে যাত্রীদের। বন্দে ভারত এক্সপ্রেস হলেও ভারতীয় রেলের সফলতার অন্যতম নিদর্শন।

Advertisements

আজকের এই প্রতিবেদনে বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা অত্যন্ত কার্যকরী। কিছু কিছু বন্দে ভারত এক্সপ্রেসের সময়ের পরিবর্তন হতে চলেছে। প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে জানতে পারবেন কোন কোন বন্ধে ভারত এক্সপ্রেসের সময়সূচির (Vande Bharat Schedule) পরিবর্তন হচ্ছে।

Advertisements

বর্তমানে দেশজুড়ে চলছে ১৩৬টি বন্দে ভারত এক্সপ্রেস এবং তার মধ্যে ৪ টি বন্দে ভারত এসপ্রেসের সময়সূচির (Vande Bharat Schedule) বদল হচ্ছে বছরের প্রথম দিন থেকে। নতুন বছরে যাত্রীদের জন্য ভারতীয় রেল নিয়ে আসছে একেবারে নতুন খবর। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, নতুন সময়সূচি জানতে আইআরসিটিসি ও এনটিইএসের ওয়েবসাইট যাত্রীদের দেখে নিতে হবে।

Advertisements

আরও পড়ুন:Vande Bharat SleeperVande Bharat Sleeper: ভারতে চালু হতে চলেছে ২০০টি বন্দে ভারত স্লিপার, বাংলার ভাগ্যে জুটবে কটা

জানেন কি কোন চার বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি (Vande Bharat Schedule) বদল হয়েছে? নিম্নে বিস্তারিতভাবে সেই তালিকা তুলে ধরা হলো। দেওঘর-বারাণসী বন্দে ভারত, পাটনা-গোমতীনগর বন্দে ভারত, লখনঔ-দেহরাদুন বন্দে ভারত, গোমতীনগর-বন্দে ভারত এক্সপ্রেস। আগে দেওঘর-বারাণসী চলত ৯.৫৫ মিনিটে। এখন থেকে ট্রেনটি ছাড়বে ৯.৫৩ মিনিটে। গন্তব্য পৌছবে ১০.৩০ মিনিটে। পাশাপাশি পাটনা-গোমতীনগর বন্দে ভারত ছাড়ত সকাল ৯টায়। এই ট্রেনটি এখন ছাড়বে সকাল ৯টা ৫ মিনিটে এবং গন্তব্য পৌঁছবে ২টো ৩৫ মিনিটে।

আবার লখনঔ-দেহরাদুন বন্দে ভারত লখনঔয়ে পৌঁছবে ৫ মিনিট দেরিতে। পাশাপাশি লখনঔ থেকে ছাড়বে ১ টা ৪ মিনিটে। এছাড়াও গোমতীনগর-পাটনা বন্দে ভারত গোমতীনগরে পৌঁছবে রাত ৮টা ৪৩ মিনিটে। তাই যাত্রা করার আগে এই সময়সূচী অবশ্যই দেখে নিতে হবে যাত্রীদের। যারা বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রা করবেন বলে ভাবছেন তাদের অবশ্যই টিকিট কাটার আগে এই পরিবর্তিত সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া দরকার।

Advertisements