নিজস্ব প্রতিবেদন : অবশেষে দীর্ঘ টালবাহানার পর আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে IPL 2020। আর চলতি বছর এই লিগের সূচি সামনে এলো রবিবার। আইপিএল গভর্নিং কাউন্সিলের তরফ থেকে এদিন আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হলো।
আর এই সূচি ঘোষণার আগে পর্যন্ত ক্রিকেটপ্রেমীরা বিশেষ করে কলকাতা দলের সর্মথকরা অধীর আগ্রহে বসেছিলেন তবে তাদের প্রিয় দলকে মাঠে নামতে দেখা যাবে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। তবে তাদের প্রিয় দলের খেলোয়াড়রা ব্যাটে-বলে ঝলসে উঠবেন। ইতিমধ্যেই KKR এর দল চলতি বছর সংযুক্ত আরব শাহিতে আয়োজিত আইপিএলে অংশগ্রহণ করার জন্য পৌঁছে গেছেন। তারা জৈব সুরক্ষার মধ্যে নিজেদের মানসিক এবং শারীরিক ভাবে প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি চালাচ্ছেন।
IPL 2020 KKR পূর্ণাঙ্গ সূচি
কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ২৩ শে সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। দেখা যাবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায়।
কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় খেলা ২৬ শে সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
তৃতীয় খেলা রয়েছে রাজস্থান রয়েলসের বিরুদ্ধে ৩০ শে সেপ্টেম্বর। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ খেলা রয়েছে ৩ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
এর পরবর্তী কলকাতা নাইট রাইডার্সের খেলা রয়েছে ৭ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অক্টোবর মাসের ১০ তারিখ রয়েছে পরবর্তী খেলা। এই খেলাটি দেখা যাবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেই।
১২ ই অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলা রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের খেলা রয়েছে ১৬ ই অক্টোবর। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলা রয়েছে ১৮ অক্টোবর। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেই।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলা রয়েছে ২১শে অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলা ২৪ শে অক্টোবর ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেই।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলা রয়েছে ২৬ শে অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী খেলা রয়েছে ২৯ শে অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
কলকাতা নাইট রাইডার্সের প্রথম পর্যায়ের শেষ খেলা রয়েছে ১লা নভেম্বর ভারতের সন্ধ্যা সাড়ে সাতটায় রাজস্থান রয়েলসের বিরুদ্ধে।
প্রসঙ্গত চলতি বছর আইপিএল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে। আর তা শেষ হবে নভেম্বর মাসের ১০ তারিখ। বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে এই দীর্ঘ সময় প্রতিটি দলের খেলোয়াড়দের কঠোর নিয়ম মেনে চলতে হবে। খেলা চলাকালীন এবং তার আগে কোন খেলোয়াড়ের শরীরে কোনো রকম উপসর্গ দেখা দিলে তাকে অন্যান্য খেলোয়ারদের সংস্পর্শে আসতে দেওয়া হবে না। সাত দিনের জন্য তাকে রাখা হবে সেল্ফ আইসোলেশনে। পাশাপাশি করোনা আবহের কথা মাথায় রেখেই বেশ কিছু নতুন নিয়ম দেখা যাবে এবছরের আইপিএলে।