নিজস্ব প্রতিবেদন : এবছর আর খুলবে না কলেজ এবং বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি দিকে নজর দেখেই এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের।
এর আগে নভেম্বর মাসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ডিসেম্বর মাস থেকে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয় পঠন-পাঠনের জন্য পুনরায় খুলে যেতে পারে। কিন্তু রবিবার কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যদের সাথে মত বিনিময়ের পর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি জানান, আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলছে না।
এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, এখনো রাজ্যের করোনা পরিস্থিতি তেমন সন্তোষজনক নয়। করোনা আক্রান্তের সংখ্যা ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে রাজ্যে। সেক্ষেত্রে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে খুললে সংক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে। আর এই সকল সম্ভাবনার কথা মাথায় রেখে এখনই কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হচ্ছে না। আর যেহেতু রাজ্য সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ই পুনরায় খোলার পথে হাঁটতে চাইছে না সুতরাং স্কুল খোলা তো দূর অস্ত।
পার্থ চট্টোপাধ্যায় এদিন ডিসেম্বর মাসে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি অনলাইন ক্লাসের উপর জোর দিতে বলেন। তার কথায় অনলাইন ক্লাসই এখন একমাত্র ভরসা। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষাগুলি তিনি অনলাইনে নেওয়ার বন্দোবস্ত করার নির্দেশ দেন।