১৬ নভেম্বর থেকে এই পদ্ধতিতে চলবে স্কুল-কলেজ, গাইডলাইন প্রকাশ শিক্ষা দপ্তরের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘ টালবাহানার পর অবশেষে আগামী ১৬ নভেম্বর থেকে পুনরায় খুলতে চলেছে স্কুল-কলেজের (School College reopen) দরজা। এর আগে অবশ্য একবার ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার (West Bengal Government)। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি, কিছুদিনের মধ্যেই সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় বন্ধ করে দিতে হয় স্কুল।

Advertisements

এরপর দীর্ঘ কয়েক মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর অবশেষে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে স্কুল এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো কিভাবে আগামীদিনে স্কুল-কলেজে পঠন-পাঠন চলবে তা নিয়ে একটি গাইডলাইন (School College reopen guideline) প্রকাশ করল রাজ্য শিক্ষা দপ্তর।

Advertisements

১) আগামী ৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করে দিতে হবে।

Advertisements

২) ১ নভেম্বর থেকেই স্কুলে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। স্কুলের পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদেরও ১ নভেম্বর থেকে স্কুলে আসতে হবে।

৩) স্কুল-কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে আসার ক্ষেত্রে যাতে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা অথবা অধ্যাপক অধ্যাপিকারা অসুবিধায় না পড়েন তার জন্য স্টাফ স্পেশাল ট্রেনের (staff special train) পাস দেওয়া হবে। এই পাস ইস্যু করবেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

৪) হোস্টেল খোলার অনুমতি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, তবে মানতে হবে কঠোর বিধি নিষেধ। পাশাপাশি স্কুলের হোস্টেলে রাখতে হবে আইসোলেশন রুম।

৫) স্কুল-কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের কোন পড়ুয়ারাই প্রতিষ্ঠানে আসার সময় আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরে আসতে পারবে না।

৬) ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা করা হবে।

৭) স্কুলের করিডর অথবা গেটের সামনে থেকে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী গোল দাগ কেটে দিতে হবে।

৮) স্কুলে বর্তমান পরিস্থিতিতে কোনো অভিভাবক প্রবেশ করতে পারবেন না।

৯) মিড ডে মিলের (Mid day Meal) রান্না করা খাদ্য সামগ্রী দেওয়া হবে না, পরিবর্তে এখন যেমন খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে তাই করা হবে।

১০) স্কুলের মধ্যে বর্তমানে কোন রকম খেলাধুলা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।

১১) ক্লাসে সব সময় একজন শিক্ষককে উপস্থিত থাকতে হবে।

১২) স্কুলে কোন রকম জাঙ্কফুড খাওয়া যাবেনা এবং পানীয় জল অথবা বই-খাতা লেনদেন করতে পারবে না পড়ুয়ারা।

১৩) কলেজ ক্যাম্পাসে সচেতনতামূলক পোস্টার লাগাতে হবে।

১৪) কলেজ ক্যাম্পাস অথবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন বহিরাগত প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকে কেউ ক্যাম্পাসে এলে তাকে নাম নথিভুক্ত করে ক্যাম্পাসে ঢুকতে হবে।

১৫) কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণ এবং ফিল্ড ওয়ার্ক নিয়ন্ত্রণ করতে হবে।

১৬) স্কুলে ক্লাসরুমে বসার সময় বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।

Advertisements