Webinar about HS Syllabus: উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস, সেমিস্টার বুঝতে চিন্তার দিন শেষ! বিশেষ বন্দোবস্ত শিক্ষাদপ্তরের

Prosun Kanti Das

Published on:

Under the initiative of the School Education Department a Webinar has been arranged on HS Syllabus: উচ্চ মাধ্যমিকের সিলেবাসের শেষ পরিবর্তন হয়েছিল ২০১৩ সালে। আবার চলতি বছরে এর পরিবর্তন আনা হলো উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতিতে। পরীক্ষার্থীদের এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা দিতে হবে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে। স্বাভাবিকভাবে নতুন নিয়ম আসলে তা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে। তবে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যাতে কোনোভাবেই পরীক্ষার্থী থেকে অভিভাবক, সর্বোপরি শিক্ষকদের মধ্যে কোনও বিভ্রান্তি না থাকে, এই কারণে আয়োজন করা হয়েছে একটি ওয়েবিনারের (Webinar about HS Syllabus)।

প্রসঙ্গত, শেষ উচ্চ মাধ্যমিক সিলেবাসের পরিবর্তন হয়েছিল ২০১৩ সালে। তারপর থেকেই একই সিলেবাস, একই সিস্টেমে চলছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে চলতি বছরে উচ্চমাধ্যমিকের সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতিতে এসেছে আমূল পরিবর্তন। সিলেবাস যেমন নতুন হয়েছে তেমনি পরীক্ষার পদ্ধতিও সেমিস্টার সিস্টেমে করা হয়েছে। যেখানে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সেমিস্টারের বিষয় কম-বেশি সকলেরই জানা। কিন্তু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি শুনে দ্বন্দ্বে পড়েছেন পড়ুয়া-অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা। তাই সেই দ্বন্দ্বের সমাধান করতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ওয়েবিনারের (Webinar for WBCHSE Syllabus) আয়োজন।

সংসদ তরফে আগেই জানানো হয়েছিল শিক্ষক থেকে পড়ুয়া-অভিভাবকরা উচ্চ মাধ্যমিকের সিলেবাস, সেমিস্টার বিষয়ে ইমেইল মারফতে যাবতীয় প্রশ্ন করতে পারেন। ২৫শে এপ্রিল পর্যন্ত সেই প্রশ্ন পাঠানোর সুযোগ ছিল। ইতিমধ্যেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইমেইল মারফতে বহু প্রশ্ন পাঠানো হয়েছে। আর সেই প্রশ্নের উত্তর দিতেই আয়োজিত অনলাইন ওয়েবিনার।

আরও পড়ুন 👉 Higher Secondary Syllabus: উচ্চমাধ্যমিকের সিলেবাসে যুক্ত হচ্ছে নতুন সাবজেক্ট! বদলে দেবে পড়ুয়াদের চিন্তাভাবনা

খবর রয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের তরফে মে মাসের ২৭ তারিখে আয়োজিত হবে এই ওয়েবিনার। যে ওয়েবিনারের নামকরণ করা হয়েছে ‘উজ্জীবন চর্চা’। ওয়েবিনারের মূল ভাবনায় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওয়েবিনার প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, এই ওয়েবিনারের মাধ্যমে পড়ুয়া এবং অভিভাবকদের বোঝানো হবে সেমিস্টার পদ্ধতির খুঁটিনাটি বিবরণ। যার মূল ভাবনায় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

অনলাইন মাধ্যমে পরিচালিত হবে এই ওয়েবিনার (Webinar for WBCHSE Syllabus)। যে ওয়েবিনারে সঞ্চালনা করবেন মুক্তা নার্জিনারি। মূলত তিনি এই বিষয়টি অনুষ্ঠানের মধ্যে উত্থাপন করবেন। যেখানে বক্তব্য রাখবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। গঠনমূলক আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের এই নয়া সিস্টেম বিষয়ে অবগত করা হবে। সংসদ তরফে আশা রাখছে, এই অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে পড়ুয়াসহ অভিভাবকদের বিভ্রান্তি দূর হবে। তারা এই নয়া সেমিস্টার সিস্টেম পদ্ধতি বুঝতে পারবেন। তাই যারা উচ্চমাধ্যমিকের সিলেবাস, পরীক্ষা পদ্ধতি বুঝতে পারছেন না তারা অবশ্যই এই ওয়েবিনারটি দেখবেন।